How to Stop People From Mentioning Me on Facebook?
ফেইসবুকে বিরক্তিকর মেইনশন বন্ধ করবেন যে ভাবে।
How to use the everyone tag in Facebook groups without losing members, What happens when you @everyone on Facebook?
![]() |
ফেইসবুকে বিরক্তিকর মেইনশন বন্ধ করবেন যে ভাবে। |
How to stop people from tagging you on Facebook
Hello friends, today we will know what is the "@Everyone" mention option on Facebook? And what are the pros and cons of "@Everyone" mentions?
হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো ফেইসবুকে "@Everyone" মেইনশন অপশনটি আসলে কি? এবং "@Everyone" মেইনশনের উপকারিতা কি এবং এর মন্দ দিক কি?
ফেইসবুক (@Everyone) মেইনশন ফিচারটি অনেকের জন্য খুবই ভালো একটি ফিচার, আবার কারো জন্য এটা খুবই বিরক্তির কারণ। অনেক সোসিয়াল মিডিয়ার মধ্যে ফেইসবুক একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম তবে এর (@Everyone) মেইনশন অপশনটির মতো এরকম আরো অনেক নতুন নতুন ফিচার বভিষ্যতে ফেইসবুক কর্তৃপক্ষ যুক্ত করতে পারে বলে আমি মনে করি। ফেসবুকের সেসব সেটিংস সাধারণ ফেইসবুক ব্যাবহারকারীদের জন্য বিরক্তির কারণ হতে পারে। তবে নির্দিষ্ট ফেইসবুক ব্যাবহারকারীদের ফেইসবুকের সেসব ফিচার ব্যবহার করতে কোনো সমস্যা হবে না।
কিন্তু সেসব ফিচার গুলো সাধারণ ফেইসবুক ব্যাবহারকারীদের জন্য (@Everyone) মেইনশন অপশনটির মতোই বিরক্তির কারণ হতে পারে। তাই আমাদের এই ওয়েবসাইট নিয়মিত ভিসিট করুন যাতে আপনাদের এই সম্পর্কে আরো পরামর্শ ও সমস্যার সমাধান দিতে পারি।
তাহলে চলুন মূল আর্টিকেলে চলে যাই,
আমরা যারা ফেইসবুক গ্ৰুপ এর অ্যাডমিন প্রায়ই দেখা যায় যে অনেক গ্ৰুপে কমেন্ট বক্সে (Hello @Everyone) মেইনশন করলে সেই গ্ৰুপে যতো মেম্বার রয়েছে তাদের সবার কাছে একটি নোটিফিকেশন চলে যায়। এর ফলে আমরা সেই নোটিফিকেশন পেয়ে কে আমাদের মেইনশন করেছে সেটা জানার জন্য নোটিফিকেশনে ক্লিক করি।
তারপরই কেউ সেই কমেন্ট বক্সের রাগের রিএক্ট ও অন্নান্য রিয়েক্ট দিয়ে আমাদের মনোভাব প্রকাশ করি। তবে বেশিরভাগ মানুষই রাগ রিয়েক্ট করে থাকেন। কারণ সেই ব্যাক্তি ওইসব পোস্টে মেইনশন করা পছন্দ করেন না।
তাই আমি এই বিরক্তিকর ফেইসবুক মেইনশন বন্ধ করবো যেভাবে তা আপনাদেরকে সহজ করে দেখাবো। এবং এই পোস্ট যারা পড়বেন তারা খুব সহজেই এটা শিখতে পারবেন।
প্রথমে আপনি ফেসবুকের সেটিংস অপশনে যাবেন, যদি আপনি ফেইসবুক এন্ড্রয়েড এপ্লিকেশন দিয়ে এই কাজটি করে থাকেন তাহলে আপনি প্রথমে সেটিংস এন্ড প্রাইভেসি অপশনা ক্লিক করবেন, তারপর আপনি শুধু সেটিংস অপশনে ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে দেখতে পাবেন নোটিফিকেশন সেটিংস, এই সেটিংসে ক্লিক করার পরে ট্যাগস অপশনটি খুঁজে বের করে সেখানে একটি ক্লিক করবেন। তারপর আপনি এখানে কিছু অপশন পাবেন এর মধ্যে 👇
1. এনিমোর ,
2. ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস,
3. ফ্রেন্ডস
এবার আপনি উপরের তিনটি অপশন থেকে ২ নম্বর অপশনটি অথবা ৩ নম্বর অপশনটি আপনার প্রয়োজন মতো সিলেক্ট করবেন। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে দেখতে পাবেন
"Batch @Everyone mentions" এই অপশনটি আপনি বন্ধ করে দিবেন। তাহলে আপনাকে আর কোনো গ্ৰুপ থেকে "@Everyone mention" করতে পারবে না।
আসসালামু আলাইকুম বন্ধুরা এবার আপনাদের কাজ শেষ এরকম ইন্টারেস্টিং হেল্পফুল আর্টিকেল পেতে আমাদের ওয়বেসাইট নিয়মিত ভিসিট করুন। এবং আমাদের ইউটুব চ্যানেল Follow করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক।
মেইনশন বন্ধ করুন | Facebook new features | Full Video How to off FB Mention settings
Follow on Google News👉 Click Here
Tags:
How do I mention everyone on my Facebook page?
Why can't I use @everyone on Facebook?
How do you tag @everyone in a Facebook group?
how to disable tagging in Facebook 2022-2023
disable tagging facebook
how to prevent someone from tagging you in a post