ad

তুই কি আমায় ভালোবাসিস | Tui Ki Amay Valobasis Lyrics song | Imran Mahmudul With Lyrics in Bangla

সুন্দরবনের অ্যাডভেঞ্চার | সিয়াম | পরী মনি | ইমরান | বাংলা সিনেমার গান | বাংলা গানের লিরিক্স সিয়াম এবং পরীমনি মুভি

তুই কি আমায় ভালোবাসিস  Tui Ki Amay Valobasis Lyrics song  Imran Mahmudul With Lyrics in Bangla

তুই কি আমায় ভালোবাসিস গানটি Adventure of Sundarbans এই বাংলা সিনেমার গান মুভিটি মুক্তি পাবে ২০২৩ সালে তবে গানটি তার আগেই মুক্তি পেয়ে গেছে Bongo ইউটুব চ্যানেলে। গানটির কথা ও সুর অসাধারণ আমার কাছে খুবই ভালো লেগেছে। Adventure of Sundarbans এই মুভিটি জনপ্রিয়তা পাবে বলে আসা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং Adventure of Sundarbans মুভিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদন প্রাপ্ত। তবে মুভির ভিউ এবং লোকেশনগুলো দর্শকদের মুগ্ধ করবে। গানটি না দেখেলে বুজবেন না। তাই আপনাদের জন্য 

তুই কি আমায় ভালোবাসিস গানটির বাংলা লিরিক্স নিচে লিখে দিয়েছি এবং এই গানটির ভিডিওটি এই পোস্টের নিচের অংশে রয়েছে।

 

গায়কঃ ইমরান মাহমুদুল

সুরঃ নাজির মাহমুদ

সঙ্গীত পরিচালকঃ মুসফিক লিটু

গীতিকারঃ শরীফ আল দীন


রাত দুপুরে ইচ্ছে বলে

ঘুমের মানুষ জাগিয়ে তুলে 

রাত দুপুরে ইচ্ছে বলে

ঘুমের মানুষ জাগিয়ে তুলে 

ফিসফিসিয়ে কথা বলিস 

ভালোবাসিস তুই কি আমায় ভালোবাসিস। 


সারাদিন এতো জ্বালাস

ধরতে গেলে দূরে পালাশ 

সারাদিন এতো জ্বালাস

ধরতে গেলে দূরে পালাশ 

খিলখিলিয়ে কেন হাসিস

ভালোবাসিস তুই কি আমায় ভালোবাসিস? 

তুই কি আমায় ভালোবাসিস?

ভালোবাসিস?

তুই কি আমায় ভালোবাসিস?


আমাকে ঘুড়ি করে আকাশে উরাস 

খামাখা ছেরা মেঘ বৃষ্টি তাড়াশ 

গূধোলী নেমে এলে আমাকে ডাকিস 

ঘাসের গালিচায় গল্প করিস 


সারাদিন এতো জ্বালাস

ধরতে গেলে দূরে পালাশ 

সারাদিন এতো জ্বালাস

ধরতে গেলে দূরে পালাশ 

খিলখিলিয়ে কেন হাসিস

ভালোবাসিস তুই কি আমায় ভালোবাসিস? 

তুই কি আমায় ভালোবাসিস?

ভালোবাসিস?

তুই কি আমায় ভালোবাসিস?


নিজেকে ভুলে গিয়ে আমাকে হারাস

অঝথা আরো বেশি মায়া বারাস 

কেন তুই এভাবে তাকিয়ে থাকিস

 আমাকে চুরি করে হৃদয়ে রাখিস 


সারাদিন এতো জ্বালাস

ধরতে গেলে দূরে পালাশ 

সারাদিন এতো জ্বালাস

ধরতে গেলে দূরে পালাশ 

খিলখিলিয়ে কেন হাসিস

ভালোবাসিস তুই কি আমায় ভালোবাসিস? 

তুই কি আমায় ভালোবাসিস?

ভালোবাসিস?

তুই কি আমায় ভালোবাসিস?


Tui Ki Amay Bhalobashis | Adventure of Sundarbans | Siam | Pori Moni | Imran | Bangla Movie Song | New Bangla movie song 2022 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.