ad

আকাশ দিলাম | Akash Dilam Sadman Khan Lyrics Song Bangla 2022

গান: আকাশ দিলম (Akash Dilam )

গায়কঃ সাদমান খান

গীতিকারঃ কাজী বিভাস

সুরঃ নাজির মাহমুদ

সঙ্গীতঃ মুশফিক লিটু

গানের ভাষাঃ বাংলা


prpyt.com Sadman khan  lyrics song akash dilam

লেবেল: অগ্নিবীণা এবং G Series Music কে গানটি ২৬ অক্টবর ২০২২ ইং এ আপলোড করা হয়েছে। তাই আপনাদের জন্য এই সুন্দর গানটির লিরিক সম্পূর্ণ এখানে লেখা হয়েছে আশাকরি ভালো লাগবে এবং যদি গানের লিরিক্স লেখায় কোথাও মিস্টেক হয়ে থাকে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ। গানটি আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ এমন মৌলিক গান বর্তমানে বাংলাদেশে পাওয়া খুবই মুশকিল। আশাকরি সাদমান খানের থেকে ও লিখিখ সুরকার মিউজিসিয়ানদের থেকে এমন আরো বহু সুন্দর গান পাবো। এটি ২০২২ সালের নতুন একটি বাংলা গান গানের কথা গুলো অসাধারণ সুরটা আবেগপ্রবণ।


হুম হুম হুম হুম হুম

হুম হুম হুম হুম হুম। 

তোকে আমার আকাশ দিলাম

যত্ন করে রাখিস 

যখন খুশি মেঘ ঘুরিয়ে 

বৃষ্টি হয়ে নামিস 

তোকে আমার সাগর দিলাম

বুকের মাঝেই রাখিস 

জল নুপুরের সুপ্ত ইচ্ছেমতো ভাসিস 

তোকে আমার আমায় দিলাম 

চোখের তারায় রাখিস 

তোকে আমার আমায় দিলাম 

চোখের তারায় রাখিস 

সকাল দুপুর সন্ধেটাকে হাতটি ধরে থাকিস 

আমার হাতটি ধরে থাকিস 

আমার হাতটি ধরে থাকিস 

হুম হুম হুম হুম হুম 

হুম হুম হুম হুম হুম। 


তোকে আমার বিকেল দিলাম 

স্বপ্নগুলো আঁকিস 

ভালোলাগা শব্দ দিয়ে গান কবিতা লিখিস। 


তোকে আমার বিকেল দিলাম 

স্বপ্নগুলো আঁকিস 

ভালোলাগা শব্দ দিয়ে গান কবিতা লিখিস। 


তোকে আমার আমায় দিলাম 

চোখের তারায় রাখিস

তোকে আমার আমায় দিলাম 

চোখের তারায় রাখিস

সকাল দুপুর সন্ধেটাকে হাতটি ধরে থাকিস 

আমার হাতটি ধরে থাকিস 

আমার হাতটি ধরে থাকিস। 


তোকে আমার রাত্রি দিলাম 

জোস্না গায়ে মাখিস 

মাঝে মাঝে খুব গুপনে আমায় ভালোবাসিস


 তোকে আমার রাত্রি দিলাম 

জোস্না গায়ে মাখিস 

মাঝে মাঝে খুব গুপনে আমায় ভালোবাসিস


তোকে আমার আমায় দিলাম 

চোখের তারায় রাখিস

তোকে আমার আমায় দিলাম 

চোখের তারায় রাখিস

সকাল দুপুর সন্ধেটাকে হাতটি ধরে থাকিস 

আমার হাতটি ধরে থাকিস 

আমার হাতটি ধরে থাকিস। 


তোকে আমার সাগর দিলাম

বুকের মাঝেই রাখিস 

জল নুপুরের সুপ্ত ইচ্ছেমতো ভাসিস 

তোকে আমার আমায় দিলাম 

চোখের তারায় রাখিস 

তোকে আমার আমায় দিলাম 

চোখের তারায় রাখিস 

সকাল দুপুর সন্ধেটাকে হাতটি ধরে থাকিস 

আমার হাতটি ধরে থাকিস 

আমার হাতটি ধরে থাকিস 

হুম হুম হুম হুম হুম 

হুম হুম হুম হুম হুম। 


মূল গানটি এখানে শুনতে ক্লিক করুন 

Akash Dilam | আকাশ দিলাম | Sadman Khan | New Bangla Song 2022 | Bangla Music Video || 

Full Song 👉Click here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.