ad

কবে আসছে কুরলুস উসমান ৯৯পর্ব | Kurulus Usman 99 Episode Subtitle

কুরুলুস উসমান ৯৯ বাংলা সাবটাইটেল | Kurulus Usman 99 Episode Bangla English

কবে আসছে কুরলুস উসমান ৯৯পর্ব   |  Kurulus Usman 99 Episode Subtitle


7 সেপ্টেম্বর, 2022-এ প্রতিষ্ঠা ওসমান (সিজন 4) এর 99তম পর্বের সাথে Update Kurulus Usman 99

হ্যালো সবাইকে ঈদ মোবারাক কুরুলুস উসমান ভলিম ৯৯ সিজন ৪ এর নতুন আবডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশাকরি আপনাদের ভালো লাগবে। আমরা কুরুলুস উসমানদেস্তান সিরিজ শেষ করেছি কিন্তু তারপর হটাৎ বাকি ভলিউম গুলো পাচ্ছিনা। আমি আসলে জানতাম না যে পরবর্তী ভলিউম গুলো কবে আসবে।  

(kurulus osman 99 episode release date)

তার পর ইন্টারনেট ঘেটে দেখলাম কুরুলুস উসমান ও দেস্তান এই দুটি তুর্কি সিরিজের সর্বশেষ আবডেট অবশেষে যতটুকু জানতে পারলাম তা হলো কুরলুস উসমান সেশন ৪ অর্থাৎ কুরুলুস উসমান ৯৯ পর্ব দেখার জন্য = পাকিস্তান, বাংলাদেশ, ভারত, তুর্কমেনিস্তানের মানুষ অধীর আগ্রহে সিজন 4-এর নতুন পর্বের জন্য অপেক্ষা করছে। 

 

কুরুলুস উসমান ঐতিহাসিক ড্রামা ওয়েব সিরিজ গত ৯৮ নম্বর পর্বে শেষ হয়েছে ৩ নম্বর সিজন এর মাধ্যমে।  

আমাদের ওয়েবসাইটের আপডেট গুলো সবার আগে পেতে গোগোল নিউজে ফলো করুন

Google News Publisher Website Follow me

ধারণা করা হচ্ছে কুরুলুস উসমানের যত অভিনেতা- অভিনেত্রী রয়েছে তারা সবাই কুরুলুস উসমান সিরিজের কাস্টে জয়েন দিবে আগামী আগস্ট মাসে কারণ এমাসে তারা অনেক ব্যস্ত সময় পার করেছে এবং ঈদের কারণেও হতে পারে। এবং সর্বশেষ আবডেট অনুযায়ী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে শুরু হতে যাচ্ছে কুরুলুস উসমান সিজন ৪ এর শুটিং।  


কিন্তু কুরুলুস উসমান সিজন-৪ অর্থাৎ ভলিউম ৯৯, আগস্ট মাসে আসবে না বলে ধারণা করা হচ্ছে। ভিবিন্ন ইউটুব চ্যানেল ও ওয়েবসাইট এবং ইন্টারনেটে অনেক ওয়েবসাইট খুঁজেছি কোথাও সঠিক তথ্য পাওয়া যায়নি।


 কারণ অফিসিয়ালি ভাবে কুরুলুস উসমান সিরিজের নির্মাতারা কোনো আবডেট জানাননি। আমি সবার আগে যে ওয়েবসাইটে কুরুলুস উসমান সিরিজ গুলো রিলিজ করা হয় (ATV ) আমি এই ওয়েবসাইটেও অনেক খুঁজেছি কোথাও কোনো কুরুলুস উসমান ৯৯ পর্বের বিষয়ে কোনো আবডেট খুঁজে পেলাম না। 

হয়তো পরবর্তীতে পাবডেট জানাতে পারে আর আমরা দর্শকরা এই সময়টা অন্যান্য সিরিজ দেখে পার করতে পারি। 


যেমন পায়িথাৎ আব্দুল হামিদ, মহান জেলজুকলু। বারবারোসলার। ইত্যাদি সিরিজ গুলো আমি এখনো দেখা শুরু করিনি তবে ভাবছি দেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করবো। 


কিন্তু দর্শকদের জন্য একটু খুশির খবর না দিতে পারলে কি আর চলে?

কুশির খবর হলো কুরুমস ওসমানের 99তম পর্বটি 28 সেপ্টেম্বর, 2022 বুধবার রাত 8 টায় প্রচারিত হবে হতে। তবে ট্রেলার 5 অক্টোবর 2022 কুরুস ওসমানের সিজন 4-এর 99 নম্বর পর্ব প্রকাশিত হবে বলে ভিবিন্ন সোর্স এর মাধ্যমে জানতে পারলাম। এবং কুরুলুস উসমান সিজন-4 এর 99তম পর্ব দিয়ে শুরু হবে। 


এর আগে, সিজন ৩ এর ৯৮ তম পর্বে শেষ হয়েছিল কুরুলুস উসমান সিরিজ। খুব শিগ্রই কিছু দিনের ছুটি নিয়ে নতুনভাবে শুরু হচ্ছে সিজন 4। আর সিজন ৪ শুরু হওয়ার পরে 14ই জুন 2023-এ শেষ হবে এবং কুরুম 137তম পর্ব দিয়ে শেষ হবে। আর কুরুম ওসমানের সিজন-৪ এর  মোট 35টি এপিসোড থাকবে। 


বন্ধুরা আপনার অনেকেই কুরুলুস উসমান ড্রামা সিরিজের পাশাপাশি দেস্তান সিরিজটির জন্য অপেক্ষা করছেন। তাই দেস্তান সিরিজটি সর্বশেষ আবডেট জানতে এখানে ক্লিক করুন। 

ক্লিক করুন : Destan সিজন ২ এর আবডেট জানুন 


আমাদের ওয়েবসাইটে মুভি টিভি এবং তুর্কি সিরিজ ও হলিউড বলিউডের ভিবিন্ন মুভির আপকামিং আবডেট পেতে ও টেকনোলজি সফটওয়ার, থিম, ও রিভিও পেতে Prpyt.com ওয়েবসাইট নিয়মিত ভিসিট করার অনুরোধ রইলো এবং গভমেন্টের ভিবিন্ন সার্কুলার আবডেট তো থাকছেই। 

আর আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ। 



Kurulus Usman | Destan | Barbaroslar | Movie | All Turkish Series Watch Now

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.