ad

কিভাবে সঠিক নিয়মে বিকাশ ব্যবহার করবেন বিস্তারিত | BKash App A to Z

কিভাবে সঠিক নিয়মে বিকাশ ব্যবহার করবেন বিস্তারিত  | বিকাশ একাউন্ট সংক্রান্ত সেরা প্রশ্ন ও উত্তর

বিকাশ অ্যাপ এ টু জেড

বিকাশ হলো ব্র্যাক ব্যাংক এর একটি এপ্লিকেশন। এই বিকাশ এপ্লিকেশনের মাধ্যমে মানুষের টাকা লেনদেনের ক্ষেত্রে অনেক সুবিধা দিয়ে থাকে।

How to Baksh Account Service

 আমাদের দৈনন্দিন জীবনে টাকা পয়সা জমা রাখার জন্য ব্যাক রয়েছে কিন্তু সময়ের অভাবে আমরা সেই টাকা ব্যাংকে গিয়ে উঠাতে মাঝে মাঝে কষ্ট হয়ে যায়। বিশেষ করে বাড়িতে যদি কোনো মুরুব্বি মানুষ থাকে এবং বেশিরভাগ মুরুব্বীদেরই শরীর অসুস্থ থাকে, তাই সবাই ইচ্ছে করলেই ব্যাংকে গিয়ে সিরিয়াল দিয়ে লাইনের পর লাইনে দাঁড়িয়ে থেকে টাকা উত্তোলন করা সম্বব নয়।


আর সেই কথা ভেবেই বাংলাদেশের ব্যাংক গুলো লেনদেন সহজ করতে মোবাইল ব্যাংকিং সেবা চালু করেন। এর মধ্যে সর্ব প্রথম রয়েছে বিকাশ। আমাদের বাসাবাড়িতে অনেকে আপনজন রা কিভাবে বিকাশ থেকে টাকা তুলতে হয় তা বুঝেন না। 


তো যাইহোক আর কোনো টেনশন নাই, আজকে আমি আপনাদের কে সব কিছু বুঝিয়ে দিবো কিভাবে বিকাশ থেকে টাকা লেনদেন করবেন। 


সবার আগে আপনি একটি বিকাশ একাউন্ট তৈরী করবেন। কিভাবে বিকাশ একাউন্ট তৈরি করতে হয় তা আপনি ইউটুব থেকে একটি ভিডিও দেখে শিখতে পারেন। তবে আপনি যদি না জানেন কিভাবে বিকাশ একাউন্ট খুলতে হয় তাহলে আপনার জাতীয় পরিচয়পত্র নিয়ে যেকোনো বিকাশ এজেন্টের দোকানে যাবেন। তারা আপনাকে একদম ফ্রিতে একটি একাউন্ট খুলে দিবেন। 


  • আপনি কিভাবে বিকাশ এপ্লিকেশন ব্যবহার করবেন ?
  • আর বিকাশ এপ্লিকেশন ব্যবহার না করেও কিভাবে টাকা লেনদেন করবেন?
  • এবং বিকাশ এপ দিয়ে কি কি সেবা পাবেন সব কিছু এটুজেট আজ আপনাদেকে বলবো।

আরো পড়ুন

  ১. বিকাশ এপ্লিকেশন ছাড়া কিভাবে বিকাশ থেকে টাকা লেনদেন করবেন?

প্রথমে আপনাকে *২৪৭# ডায়াল করতে হবে। যদি বাটনওয়ালা ফোন হয় এবং স্মার্টফোন হয় দুটি ফোন দিয়েই আপনি *২৪৭# ডায়াল করতে পারবেন এতে কোনো প্রবেম নাই। 


*247# ডায়াল করার পরে আপনি অনেকগুলো অপশন পাবেন 👇

বিকাশ 

১. সেন্ড মানি 

২. সেন্ড মানি টু নন বিকাশ ইউজার 

৩. মোবাইল রিজার্জ 

৪. পেমেন্ট 

৫. ক্যাশ আউট 

৬. পে বিল 

৭. এনজিও পেমেন্ট 

৮. ডাউনলোড App 

৯. মাই বিকাশ 

১০ রিসেট পিন 

bKash App A to Z

উপরের এই ১০টি উপায়ে আপনি বিকাশ থেকে লেনদেন করতে পারবেন। 

1. এক নম্বর অপশনটি (১ ) হচ্ছে  আপনি সেন্ড মানি অপশন থেকে যেকোনো পার্সোলনাল বিকাশ একাউন্টে টাকা সেন্ড করতে পারবেন অর্থাৎ মনে করেন আপনার মতো আপনার ভাই বন্ধু আত্মীয়স্বজন সবারই কম বেশি পার্সোনাল বিকাশ একাউন্ট থাকে। সেসব বিকাশ একাউন্টে টাকা পাঠাতে হলে আপনেকে সেন্ড মানি অপশনটি বাছাই করতে তবে। 

2. আর দুই (2) নম্বর অপশনটি হচ্ছে সেন্ড মানি টু নন বিকাশ এই অপশনটি দিয়ে আপনি যেকোনো নাম্বারে টাকা পাঠাতে পারবেন। যদি কোনো বিকাশ একাউন্ট না থাকে তবুও সেই নাম্বারটিতে টাকা ঢুকবে।

 কিন্তু এখানে কথা আছে=

 যাকে টাকা পাঠাবেন সে যদি সেই টাকা উঠাতে চায় তাহলে তাকে আগে একটি বিকাশ একাউন্ট তৈরী করতে হবে। আর সে যখনি বিকাশ একাউন্টটি তৈরী করে ফেলবেন ঠিক তখনি তার একাউন্টে সেই টাকা দেখতে পাবেন।

আর যদি সে ব্যক্তি বিকাশ একাউন্ট তৈরী না করেন কয়েকদিন পর আপনার বিকাশ একাউন্টে সেই টাকা রিটার্ন আসবে। সো ভয়ের কিছু নাই। আপনার টাকা হারাবেনা। আর যদি ভুল করে কোনো নন বিকাশ নম্বরে টাকা দিয়ে থাকেন এই ক্ষেত্রে রিস্ক আছে। সো পরিচিত মানুষ ছাড়া কাউকে টাকা দিবেন না। 


3. আর (৩) তৃতীয় নম্বর অপশনটি হচ্ছে মোবাইল রিচার্জ , এই অপশনটি বাছাই করে আপনি যেকোনো অপারেটরে অর্থাৎ যেকোনো কোম্পানির মোবাইল নাম্বারে টাকা রিচার্জ করতে পারবেন। 

4. আর (৪) চতুর্থ নম্বর অপশনটি হচ্ছে পেমেন্ট এই অপশনটি দিয়ে আপনি বাংলাদেশের যেকোনো মার্চেন্ট একাউন্টে টাকা পে করতে পারবেন। অর্থাৎ আপনি যদি কোনো দোকানে দিয়ে কোনো পণ্য ক্রয় করেন তাহলে সে আপনাকে বলবেন বিকাশে পেমেন্ট করার জন্য। অনেক সময় পেমেন্ট করলে বোনাস পাওয়া যায়। আশাকরি এবিষয়টিও বুঝতে পড়েছেন। 


5. আর (৫) পঞ্চম নম্বর অপশনটি হচ্ছে ক্যাশ আউট এটাই মূলত টাকা উঠানোর জন্য ব্যবহার করা হয়ে। আপনি এই পাঁচ নম্বর অপশনটির মাধ্যমে এটিএম বুথ ও বিকাশ এজেন্টের মাধ্যমে টাকা তুলতে পারবেন। 


6. আর (৬) ছষ্ঠ নম্বর অপশনটি হচ্ছে পে বিল এই অপশনটি দিয়ে আপনি কারেন্ট বিল অর্থাৎ পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবেন। আরো সরকারি কাজের ক্ষেত্রে বিভিন্ন ফি দিতে পারবেন। এবং শিক্ষা প্রতিস্থানের পরীক্ষার ফি সহ আরো অনেক ধরনের ফি। 


7. আর (৭) সপ্তম নম্বর অপশনটি হচ্ছে এনজিও পেমেন্ট এটার সাহায্যে আপনি বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানে পেমেন্ট টাকা পাঠাতে পারবেন। যেতাম জীবন  বীমা কোম্পানি গুলোতে আপনার যদি একাউন্ট থাকে তাহলে। আরো বিভিন্ন ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। 

8. আর (৮) অষ্টম নম্বর অপশনটি হচ্ছে বিকাশের এপ্স ডাউনলোড এর লিংক পাবেন। 

9. আর (৯) নবম নম্বর অপশনটি হচ্ছে মাই বিকাশ আপনার বিকাশে কত টাকা আছে তা চেক করতে পারবেন এবং দেখতে পারবেন সর্বশেষ কত টাকা আছে। 

10. আর (১০) দশম নম্বর অপশনটি হচ্ছে রিসেট পিন আপনার বিকাশের পিন নম্বরটি কিভাবে চেঞ্জ করবেন সেই অপশন গুলো পেয়ে যাবেন। যদি মনে করেন কেউ আপনার বিকাশ একাউন্টের গুপন পিন নাম্বার জেনে ফেলেছে তাহলে আপনি ১০ নম্বর অপশনটি ব্যবহার করে আপনার বিকাশ একাউন্টের পিন পরিবর্তন করতে পারবেন।



২. বিকাশ এপ্লিকেশন দিয়ে কিভাবে লেনদেন করবেন?

আপনি উপরের ১০টি অপশনের চেয়েও অনেক বেশি ফিচার পাবেন বিকাশ এপ্সের মধ্যে। আপনি তবে বিকাশ এপ্স দিয়ে যেকোনো লেনদেন করতে পারবেন এটা খুব ইজি। আপনি আপনার লেনদেন এর সব স্টেটমেন্ট দেখতে পারবেন। আরো অনেক সুবিধা পাবেন যার ফলে আপনার অনেক সময় বাঁচবে। 

বিকাশ একাউন্ট সংক্রান্ত সেরা প্রশ্ন ও উত্তর

আমি সাজেস্ট করবো আপনি একবার বিকাশ এপ্লিকেশনটি ডাউনলোড করে সবগুলো ফিচার ঘেটে দেখতে পারেন। 

আপনি যদি লেনদেন নিয়ে কোনো সমস্যায় পড়েন বিকাশ এপ্সের মধ্যে হেল্প সাপোর্ট নামের অপশনটিতে গিয়ে তাদের জানলে তারা আপনাকে সাথে সাথেই সাহায্য করবেন। আপনার টাকা কখনোই হারাবে না। 

তবে বিকাশে লেনদেনে একটু বেশি চার্জ ও ভ্যাট কাটে তাই আমি সাজেস্ট করবো আপনি নগদ একাউন্ট ব্যবহার করুন। এটা সরকারি একটি মোবাইল ব্যাংকিং সেবা। "নগদ" নিয়ে পরের পোস্টে আলাদা আরো একটি আর্টিকেল লিখবো যদি আপনারা জানতে চান। 


আপনাদের উপকার করে আমাদের ওয়েবসাইটের কাজ তাই আপনাদের মাঝে নতুন নতুন টপিক নিয়ে হাজির হই নতুন পোস্ট পেতে এখনই আমাদের ওয়েবসাইট বুকমার্ক করে রেখে দিতে পারেন। আরো অনেক হেল্পফুল আর্টিকেল পাবেন এই ওয়েবসাইটে। 


কিভাবে ফেইসবুক থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করা যায় এই বিষয়ে পরবর্তী পোস্ট আসবে 


আরো জানতে এখানে ক্লিক করুন 


আর আপনার মতামত জানাতে ভুলবেন না  আমাদেরকে কমেন্ট করতে পারেন ধন্যবাদ। 


কিভাবে সঠিক নিয়মে বিকাশ ব্যবহার করবেন বিস্তারিত | BKash App A to Z


কিওয়ার্ড :

বিকাশ একাউন্ট বন্ধ হলে করনীয়

বিকাশ একাউন্ট ডিলিট করার নিয়ম

বিকাশ একাউন্ট কার নামে আছে

বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২

বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

বিকাশ একাউন্ট চেক

বিকাশ এপ চালু করার নিয়ম

বিকাশ লেনদেন

bkash bangladesh

bkash login

bkash account

bkash online

bkash helpline

bkash offer

bkash app for pc

bkash send money charge

bkash registration


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.