আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমি ভালো আছি। আজকের এই আর্টিকেল পড়ে আপনি জানতে পারবেন কিভাবে ফেইসবুক (মেটা) ভিডিওর জন্য কপিরাইট ফ্রি মিউসিক খুঁজে পাবেন।
(What is Facebook audio library?)
আপনার যদি একটি ফেইসবুক পেইজ থাকে তাহলে এই আর্টিকেল আপনার জন্যই, আপনি কিংবা আমি বাংলাদেশে কিংবা পুরো পৃথিবীতে যত ভিডিও ক্রিয়েটর আছে তারা সবাই নিজস্ব ভিডিও কন্টেন্টের জন্য কপিরাইট ফ্রি মিউসিক খুঁজে থাকে।
(Is Facebook audio library copyright free?)
সেটা যে কোনো প্লাটফর্মে হতে পারে যেমন ইউটুবে এর পাশাপাশি বর্তমানে ফেইসবুকেও ভিডিও ক্রিয়েটরের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর ফেইসবুক (মেটা) টিম ইউটুবের মতোই ভিডিও ক্রিকেটরদেরকে ভালো ভিডিওর জন্য কিছু লভ্যাংশ আমাদের সাহতে শেয়ার করে থাকে।
(How do I put my own music on Facebook?)
লোক মুখে একটা কথা আছে, যে গরু দুধ দেয় সেই গরুর লাথিও খারাপ লাগেনা। তাই আমাদের উচিত ফেইসবুক এ সঠিক নিয়মে ফেসবুকের রুলস মেনে ভিডিও আপলোড করা এবং ভিডিওর সাথে মানানসই কপিরাইট ফ্রি মিউসিক ব্যবহার করা।
কপিরাইট ফ্রি মিউসিক ব্যবহার করা কি বাধ্যতামূলক?
না কখনোই না আপনি যদি আপনার ফেইসবুক ভিডিও কন্টেন্টের মধ্যে কপিরাইট ফ্রি মিউসিক ব্যবহার না করে তাতেও আপনার ইনকাম হবে।
(Can you download music from Facebook?)
তাহলে কেন ফেইসবুক ভিডিও কন্টেন্ট তৈরিতে কপিরাইট ফ্রি মিউসিক দরকার। আগেই বলে রাখি যদি আপনি এই আর্টিকেল ধর্য্য ধরে পড়েন তাহলে আপনার মনের ভিতর ঘুরতে থাকা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর যদি আপনি স্কিপ করে চলে যান তাহলে অনেক তথ্য মিস করবেন।
এছাড়াও আপনি নীচের ভিডিওটি দেখে এই আর্টিকেল পড়তে পারেন।
Copyright ফ্রি মিউসিক পেতে হলে আপনাকে দুটি মাধ্যমে যেতে হবে একটি হলো গুগলে গিয়ে সার্চ করতে হবে (Facebook Sound Collection: অথবা(Facebook's music library) আরো একটি মাধম হলো আপনি ফেইসবুক এর ক্রিয়েটর স্টুডিও লিখে গুওগলে সার্চ করতে হবে। যেমনটি আপনারা নিচের ছবিতে দেখতে পারছেন।
Facebook Sound Collection: Facebook's music library
ফেসবুকের কি অডিও লাইব্রেরি আছে? অনেকেই জানেনা তারা ইউটুবের কপিরাইট ফ্রি মিউসিক ব্যবহার করে থাকেন আমি ব্যবহার করেছি এবং সেই ভিডিও গুলো ফেইসবুকে আপলোড করেছি কিন্তু
আমার কয়েটি ভিডিওতে কপিরাইট ইস্যুস এসেছে। তারপর আমি উতুবের অডিও লাইব্রেরির ফ্রি মিউসিক ব্যবহার করা ছেড়ে দিয়েছি। সো এই ভুলটা কেউ করবেন না।
(Sound Collection | Meta Business)
আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন এমন সাউন্ড ইফেক্ট এবং মিউজিক খুঁজে পাওয়া সহজ করতে ফেইসবুক টিম সাউন্ড কালেকশন তৈরি করেছি মানে ইউটুবের মতো অডিও লাইব্রেরি চালু করেছে।
এই সাউন্ড কালেকশনে রয়েছে হাজার হাজার ট্র্যাকে এবং সাউন্ড ইফেক্ট, নিচের দেয়া ছবির মতো ইন্টারফেস দেখতে পাবেন
(Use Sound Collection in Creator Studio | Meta Business)
তারপরে আপনার পছন্দের সাউন্ড ইফেক্ট ও ট্র্যাক গুলি শুনতে পারবেন এবং সেগুলি ডাউনলোড করতে পারবেন এবং আপনার Facebook- Page এ
আপলোড করা ভিডিওগুলিতে সেসব কপিরাইট ফ্রি মিউসিক ব্যবহার করতে হবে৷ সাউন্ড কালেকশন শুধু ফেইসবুক এর ক্রিয়েটর স্টুডিওতে পাওয়া যায় এবং শুধুমাত্র কম্পিউটার থেকে অ্যাক্সেসযোগ্য এবং ডাওনলোড করতে পারবেন।
creatorstudio fm sound collection
আপনি যদি একটি স্মার্টফোন থেকে ফেইসবুক ক্রিয়েটর ষ্টুডিও থেকে মিউসিক কালেকশন করতে চান তাহলে উপরের ভিডিওটি দেখে শিখতে পারেন।
তারপরে আমি আপনাকে বলে দিবো এই আর্টিকেলের মধ্যেই।
স্মার্টফোনে থেকে যখন ফেইসবুক ক্রিয়েটর স্টুডিওতে যাবেন অথবা গুগল থেকে যখন ফেইসবুক FacebookSound Collection এই লিংকে ক্লিক করবেন, আপনাকে সরাসরি সেখানে নিয়ে যাবে। কিন্তু তখন আপনি মোবাইল ফোন থেকে কোনো এক্সেস পাবেন না।
তাহলে করণীয় কি? আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউসারের উপরের দিকে ডানে দেখতে পাবেন 3ডট আইকন সেখানে ক্লিক করে ডেক্সটপ সাইট করে নিতে হবে। তার পরেই Facebook Sound Collection কালেকশনের এক্সেস পেয়ে যাবেন।
ফেইসবুক-ইনস্টাগ্রাম কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন | How Can I Get Copyrighted Music On Facebook For Free
কীওয়ার্ড অনুসন্ধান করুন.
ধরণ, মেজাজ, দৈর্ঘ্য, কণ্ঠ এবং আরও অনেক কিছু দ্বারা ফিল্টার করুন।
প্লে বোতাম টিপে বিভিন্ন ট্র্যাক এবং সাউন্ড এফেক্ট শুনুন।
তাদের সম্পর্কে আরও জানতে এবং/অথবা তাদের অনুসরণ করতে একজন শিল্পীর নাম রোল ওভার করুন।
(ইনস্টাগ্রাম ফ্রি মিউসিক)
আপনি আপনার ভিডিওর জন্য মিউসিক কালেকশন করতে অনেক সময় ধরে না খোঁজে আপনি আপনার পছন্দের ট্র্যাক এবং ইফেক্টের নাম লিখে ফাইলটা করতে পারেন। এবং খুব সহজেই কপিরাইট ফ্রি মিউসিক হিসাবে ব্যবহার করতে পারেন।
ফেইসবুক এর ফ্রি মিউসিক আপনি ইনস্টাগ্রাম ভিডিওতেও ব্যবহার করতে পাবেন এতে কোনো সমস্যা হবে না। আপনি হয়তো জানেন ইন্সটাগ্রাম ও ফেইসবুক (Meta Facebook) এই দুটি মার্ক জুকারবার্গের কোম্পানি মেটা অনেক আগে থেকেই কিনে নিয়েছিল।
এখন ফেইসবুক এর মালিকানাধীন ইনস্টাগ্রাম। তাই নির্ভয়ে ফেইসবুক ও ইন্সটাগ্রাম দুইটি প্লাটফর্মে একই সাথে ব্যবহার করতে পারবেন কপিরাইট ফ্রি মিউসিক।
(Facebook copyright free music Bangla, facebook sound collection bd, meta facebook music, FB audio library bd, ফেইসবুক,ফেইসবুক-ইনস্টাগ্রাম কপিরাইট ফ্রি)
প্রিয় বন্ধুরা সুযোগ পেলেই আপনাদের জন্য অনেক কষ্ট করে টেক রিলেটেট ভিবিন্ন আর্টিকেল লিখে থাকি। যদি আপনারা আপনাদের প্রতিভা এবং নিজে লেখালেখি করতে পছন্দ করেন তাহলে আপনি আমাদের ওয়েবসাইট থেকে মাসিক বেতনে কিছু উপার্জন করতে পারবেন।
এটা শুধু অবসর কিংবা স্টুডেন্টদের জন্য প্রযোজ্য। যদি আপনাদের কাছে এই ব্লগটি পছন্দ হয় তাহলে আপনার বন্ধুদের সাথে কিংবা আপনার সোশ্যাল মিডিয়া একাউন্টে পোস্ট করে রাখতে পারেন। ধন্যবাদ।