ad

সেরা ০৫ টি টার্কিস টিভি সিরিজ | Most Popular 05 Latest Best Turkish Series

 শীর্ষ 05 তুর্কি টিভি সিরিজ | Most Popular 05 Latest Best Turkish Series | 

Most Popular 05 Latest Best Turkish Series To Watch in 2022


5 Most Popular TV Series in Turkey

Top 05 Turkish TV series


২০১৯ সাল থেকে গত কয়েক বছরে তুর্কি সিরিজের জন্য আন্তর্জাতিক দর্শক অনেক গুণ বেড়েছে, পৃথিবীর পূর্ব এবং পশ্চিমা বিশ্বে খুব দ্রুত টার্কিশ সিরিজের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তুর্কি টিভি সিরিজ মার্কিন যুক্তরাষ্ট্র, বলকান, মধ্যপ্রাচ্য, চীন, রাশিয়া, কোরিয়া, লাতিন আমেরিকা, দক্ষিণ আফ্রিকা এবং এশিয়ায় বিপুল পরিমানে দর্শক রয়েছেন।


বাংলা, স্প্যানিশ, উর্দু এবং ইংরেজি সাবটাইটেল সারা বিশ্বে বিভিন্ন ভাষায় মানুষ এটি পছন্দ করেন।  ইতিমধ্যেই ইংরেজি ডাবিং সহ বেশ কিছু তুর্কি সিরিজ নেটফ্লিক্স এবং অ্যামাজনে প্রাইম ধারায় এবং অন্যান্য ওয়েবসাইট ও চ্যানেলে পাওয়া যায়। 


এই নিবন্ধে, তেমনি ০৫ টি মোস্ট পপুলার টার্কিস সিরিয়াল আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।

তাহলে চলুন দেখে নেয়া যাক সেরা ০৫টি টার্কিস সিরিজ:

1. Kurulus Usman & Dirilis Eartugrul: 2019.

Most Popular 05 Latest Best Turkish Series To Watch in 2022
Image Source TRT1

এটা একটি ঐতিহাসিক একটি তুর্কি টিভি সিরিয়াল, মহান উসমানীয় সাম্রাজ্যের উত্থান নিয়ে নির্মিত এই দুঃসাহসিক ড্রামা সিরিজটি। এটার মূল প্রকাশ হয়েছে ২০১৯ সালে বুরাক ওজিভিটি অভিনীত, Dirilis Eartugrul সিরিজের থেকেই কুরুলুস উসমান সিরিজ এসেছে।  


উসমানীয় সাম্রাজ্যের প্রথম উসমানের পিতা হলেন Eartugrul গাজী। Dirilis Eartugrul থেকেই কুরুলুস উসমান। কুরুলুস উসমান সিরিজে প্রথম উসমানের চরিত্রে অভিনয় করছেন : বুরাক ওজিভিট সহ আরো অনেকেই। 


2. Barbaroslar Akdeniz'in Kılıcı- Barbarossa: (Sword of the Mediterranean 2021.

2. Barbaroslar Akdeniz'in Kılıcı- Barbarossa (Sword of the Mediterranean 2021.
Image Source TRT1

বারবারস সিরিজটি ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তুরুস্ক থেকে প্রথম রিলিজ দেয়া হয়েছে, এটা একটি ঐতিহাসিক এবং  অ্যাকশন থ্রিলার যুদ্ধ ভিত্তিক টিভি সিরিজ। এবং এই সিরিজটি উসমানীয় সাম্রাজ্যের ইতিহাসের সাথে যুগসূত্র রয়েছে। 


এই সিরিজে দেখানো হয়েছে পৃথিবী বিখ্যাত উসমানীয় সাম্রাজ্যের সেরা এডমিরালদের যারা বহু নৌ যুদ্ধে এবং স্থল পথে বহু বিজয় অর্জন করেছিল। বারবারোসলার ভুমধ্যসাগরের তরবারি এই সিরিজটিতে অভিনয় করেছেন দিরিলিস এয়ারতুগরুল খ্যাত অভিনেতা এনজিন আলতান দুজায়তান এবং আরো অনেকেই। 


উসমানীয় সাম্রাজ্যের এডমিরাল চার ভাইদের নাম,তারা চার নাবিক ভাই কীভাবে মাতৃভূমিকে রক্ষা করেছিলেন তা তা জানতে এই সিরিজটি দেখুন।  এই চার ভাই হলেন- ইশাক আগা, হিজির রেইস,  ইলিয়াস রেইস এবং অরুচ রেইস।


এনজিন আলতান দুজায়তান প্রধান চরিত্রে অভিনয় করছেন (হায়রেদ্দিন বারবারোসা)। প্রতি বৃহস্পতিবার TRT1 এ বারবারোসলার দেখতে পারেন।


3. Dirilis Eartugrul: Desombor 10. 2014-2019.

3. Dirilis Eartugrul Desombor 10. 2014-2019.
Image Source TRT1

দিরিলিস এরতুগ্রুল: ২০১৪ সাল থেকে শুরু হয়ে ২০১৯ সাল পর্যন্ত একটানা সারা বিশ্বে রাজত্ব করেছে। দিরিলিস এরতুগ্রুল সর্বকালের সেরা টিভি সিরিজ হিসাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। 


এই সিরিজটি আমি ৬মাসে দেখা শেষ করেছি। এতে আপনি পাবেন প্রেম ভালোবাসা, যুদ্ধ, ফান্নি, হাসি কান্না, রাজনীতি, অর্থনীতি, ধার্মিকতা সবকিছু মিলিয়ে একটি দুর্দান্ত কম্বিনেশন উপভোগ করতে পারবেন। তাই সিরিজটি আপনারা দেখে না থাকলে এখনই দেখুন। এটা আপনাকে কখনোই বোরিং করবে না। 


4. Yannis Bujuk Seljuklu- 2020-2021. Awakening: Great Seljuk- উয়ানিস বুয়ুক সেলজুক- জাগরণ: গ্রেট সেলজুক

Yannis Bujuk Seljuklu- 2020-2021. Awakening Great Seljuk
Image Source TRT1

প্রকৃতপক্ষে ইয়ানিস বুয়ুক সেলজুকলু বা আল্প্ আরসালান এই সিরিজের প্রথম থেকেই সারা বিশ্বের দর্শকদের আকর্ষণ ও জনপ্রিয়তা লাভ করেছে। 

উয়ানিস বুয়ুক সেলজুক-গ্রেট সেলজুক: যাই নলিনা কেন এটি একটি ঐতিহাসিক, একশন, যুদ্ধ, থ্রিলার টিভি সিরিজ, এই সিরিজটি ২০২০ সালের সেপ্টেম্বরে  শুরু হয়ে ২০২১ সালে শেষ হয়। 

সিরিজটির খারাপ দিক:

উয়ানিস বুয়ুক সেলজুক বা গ্রেট সেলজুক এই সিরিজটি আমি এখনো সম্পূর্ণ দেখিনি তাই সম্পূর্ণ মন্তব্য করা আমার পক্ষে সম্বব নয় তবে কিছু পর্ব দেখেছি। তাতে বুঝা যাচ্ছে এই সিরিজটি দিরিলিস ও কুরুলুস উসমান এই দুটি তুর্কি সিরিজের মতোই আকর্ষণীয়। 


দিরিলিস এরতুগরুল এবং কুরুলুস উসমান দেখে যেমন বোরিং লাগেনি তেমনি ইয়ানিস বুয়ুক সেলজুক সিরিজটিও দেখে কোনো দর্শকের বোরিং বা বিরক্তবোধ হবে না। এই সিরিজটি দেখানো হয়েছে সেলজুক সাম্রাজ্যের সেই মহান যুদ্ধাদের কথা। 


যেমন : সুলতান তুঘরুল, সুলতান আল্প আরসালান, সুলতান মালিক শাহ, সুলতান প্রথম মাহমুদ, সুলতান বার্কিয়ারুক, সুলতান মাহমুদ তেফার, সুলতান আহমেদ সেঞ্জার,


তো বন্ধুরা সেলজুক সাম্রাজ্যের এখানেই শেষ নয় এর ধারাবাহিকতায় পরবর্তী সিরিজের নাম দেয়া হয়েছে আল্প্ আরসালান , ইটা বর্তমানে চলমান আছে। 


 তাই প্রেম ভালোবাসা দুঃখ কষ্ট স্বাধীনতা সবকিছুরই কম্বিনেশন পাবেন এই সিরিজটি দেখলে, তাই আর দেরি না করে বসে পড়ুন সিরিজটি দেখার জন্য। 


5. Destan-দেস্তান: November 23, 2021-

Destan-দেস্তান November 23, 2021
Image Source TRT1

ডেস্তান (যার ইংরেজি নাম: Epic), দেস্তান তুর্কি টিভি সিরিজটি প্রথম এপিসোড প্রকাশ করা হয়েছে November 23, 2021 সালে,


 ইন্টারনেট ঘেটে জানতে পারলাম দেস্তান সিরিজটি মূলত তুর্কিদের বহু পুরনো ঐতিহাসিক ও বাস্তব গল্প থেকে নেয়া হয়েছে। যা তুর্কিদের মুসলিম হওয়ার ঠিক আগমুহূর্তে তারা কেমন ছিল। বিশ্ববিখ্যাত দিরিলিস আর্তুগাল সিরিজ, যা মেহমেত বোজদাগ দ্বারা নির্মিত, দেস্তান সিরিজটিও তিনি ই নির্মাণ করেছেন। তার সাথে আরো অনেকেই আছেন।  


(পরিচালিত)

১. আমির খলিলজাদেহ, 

২. ফেথি বায়রাম 

৩. মেতিন গুনে 

৪. দেস্তান মহাকাব্য রচনা করেছেন নেহির এরদেম এবং আয়ে ফেরদা এরিলামজ। সিরিজটির মূল ভাষা হলো তুর্কি। 


এই সিরিজটির প্রধান ভূমিকায় রয়েছেন ইব্রু শাহিন (আক্কিজ), এডিপ টেপেলি (বাতুগা তেগিন), সেলিম বায়রাক্তার (আলপাগু খান)। আরো জানতে Wikipedia: Destan:


সিরিজটি জনপ্রিয়তার শীর্ষে যাবে বলে মনে হচ্ছে তাই এখনই দেস্তান সিরিজটি দেখা শুরু করে দেন। 


(Managed)

1. Amir Khalilzadeh,

2. Fethi Bayram

3. Metin Gune

4. The Destan epic was written by Nehir Erdem and Aye Ferda Erillamz. The main language of the series is Turkish.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.