ব্লগার ওয়েবসাইট খুলার আগে (HTML) কোড গুলো লাগবে
আপনার প্রয়োজন হতে পারে বিস্তারিত। Blogger HTML Tips 2022
![]() |
Prpyt.com Blogger Website Tips |
ব্লগার টিপস ১. HTML Code
আপনার ব্লগার ওয়েবসাইটে প্রথম পোস্ট করার আগে কিছু HTML কোড দরকার হবে তাই এখনই কোড গুলো আপনি সংরক্ষণ করে রাখতে পারেন। এবং কিভাবে HTML কোড ব্যবহার করবেন সব কিছু এই ব্লগ পোস্টে বিস্তারিত আলোচনা করা হলো।
আর হ্যাঁ বন্ধুরা এই পোস্টের শেষে Blogger সম্পর্কিত আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই মনোযোগ দিয়ে পরতে থাকুন।
আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজ এই ব্লগার ওয়েবসাইটের বিষয়ে যে পোস্ট করবো তা একজন নতুন ব্লগ পোস্টকারীর জন্য অনেক উপকার হবে। তাহলে বিস্তারিত এখনই পড়ুন।
আশাকরি আপনি এই ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। তাহলে ওয়েবসাইট খুলার পর আপনার যে HTML কোড গুলো দরকার হবে আমি আজকে সেগুলো আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিবো।
আপনারা উপরের ইমেজে যে (HTML) কোড গুলো দেখতে পাচ্ছেন এই কোড গুলো আপনার খুব প্রয়োজন হতে পারে।
![]() |
Screenshot |
তবে ব্লগার ওয়েবসাইটে কিভাবে ইউআরএল থেকে তারিখ এবং .html রিমোভ করবেন? And সতর্কতা:
আমি এই পোস্টার নিচে সম্পূর্ণ HTML কোড ডাউনলোড করার লিংক দিয়ে দিবো। তবে এই কোড ব্যবহার করার আগে আপনাকে আরো কিছু বিষয় জানতেই হবে।
এই সম্পর্কে আমি ইউটুবে অনেক ভিডিও দেখেছি এই URL থেকে তারখি এবং .html রিমোভ করার, কিন্তু তারা এই বিষয়ে খুব ভালো জানে না। তাই আমি বলতে চাই পরে কিংবা আগে সেইসব ভিডিও দেখে আপনি ব্লগার ওয়েবসাইট পোস্ট থেকে তারিখ ও .html রিমোভ কখনোই করবেন না।
কারণ এতে আপনার করা ব্লগার এর প্রতিটা পোস্টে SEO নিয়ে জামেলায় পরতে হবে।
সেটা আবার কি জামেলা?
মনে করুন আপনি এই বিষয়ে ইউটুবে একটি ভিডিও দেখেছেন, এখন আপনি তারিখ এবং .html এই দুটি রিমোভ করার জন্য আমার সেই তৈরী করা HTML কোড ব্যবহার করেছেন। এখন আপনার ওয়েবসাইটে পোস্ট ভিউ করলে আর সেই পোস্টের URL থেকে তারিখ এবং html লেখাটি আর দেখাচ্ছে না।
কিন্তু গুগলে আপনার এই পোস্ট ইনডেক্স হবে তারিখ এবং .html সহ , আপনি হয়তো অবাক হচ্ছেন? এতে আপনার ব্লগ পোস্টের দুটি লিংক তৈরী হয়ে যাবে, একটি হলো তারিখ এবং .html সহ আরেকটি হলো .html এবং তারিখ ছাড়া। সেক্ষেত্রে আপনার গোগোল সার্চ কনসোলে আপনার অনেক ধরণের Error আসবে, আর যদি Error আসে তাহলে আপনার ওয়েবসাইট গুগল থেকে ডাউন হয়ে যাবে সেইসাথে ওয়েবসাইট গুগল থেকে Rank হারাবে এবং আপনার অনলাইন থেকে ব্লগার ইনকাম বন্ধ হয়ে যাবে।
তারপরেও আমি আপনাদেরকে এই কোড ডাউনলোড করার লিংক দিয়ে দিলাম আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এবং নিয়ম কারণ বলে দিলাম এখন ব্যবহার করা এবং না করা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে।
ব্লগার ওয়েবসাইটে এই HTML কোড ব্যবহার কিভাবে করবেন?
প্রথমে ব্লগারের থিম অপশনে যাবেন তারপরে ইডিট HTML এ ক্লিক করবেন তারপর <head> হেড কোথায় আছে তা খুঁজে বের করুন। যদি খুঁজে না পান তাহলে কীবোর্ড থেকে Control + F একসাথে চাপলে সার্চ অপশন চলে আসবে।
তারপর (<head>) ইংরেজিতে হেড লিখে সার্চ করতে হবে। তারপর হেড অপশনে একটি স্পেস দিয়ে সেই জায়গায় অর্থাৎ <head> অপশনের নিচে HTML কোডটি কপি পেস্ট করে সেইভ দিয়ে নিবেন। তারপর আপনার কাজ শেষ। এখন আপনি প্রতিটা পোস্টের ইউআরএল এ কোনো .html ও তারিখ লেখা পাবেন না।
একজন ভিসিটর এসে যখন দেখবেন তখন একটি প্রফেশনাল ওয়েবসাইটের মতোই ভাববেন। আসলে ভিসিটর বুজতে পারবেন না এই ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী নাকি ব্লগার ব্যবহার করে তৈরী করা হয়েছে।
গুগল ড্রাইভের এই লিংকটি এখন থেকে কপি করুন এবং গুগলে সার্চ করুন, অবশ্যই আপনার ব্রাউসারে একটি জিমেইল আইডি লগইন করে রাখবেন তাহলেই এই লিংকটি ওপেন হবে।
https://drive.google.com/file/d/1XOwqf3e2dsIY5UeYy2_cavYtdY-mBsvd/view?usp=sharing
ব্লগার URL রিমোভ Number ২:
Blogger and useful HTML Code:
How to Remove ?m=1 from URL in Blogger | Blogger ?m=1 Problem Fix
এই প্রব্লেমটা নতুন ব্লগার ওয়েবসাইটে থাকে। যদি আপনি এই (?m=1) লিংক আপনার মেইন ডোমেইনের সাথে দেখেন তাহলে কতটা বিরক্তিকর তাই না? আর একটু স্পষ্ট ভাবে বলছি , মনে করেন আপনার ওয়েবসাইটের ডোমেইন নাম হলো prpyt.com এখন যদি prpyt.com/?m=1 এই রকম দেখায় তাহলে ভিজিটররা ভাববে এই সম্পূর্ণ লিঙ্কটাই হয়তো এর ওয়েবসাইটের ডোমেইন নাম।
তবে এটা দেখতে আপনার কাছেও খারাপ লাগবে কারণ আপনি টাকা খরচ করে এই ডোমেইনটি কিনেছেন। আর যদি দেখেন গুগলে সার্চ করার পর আপনার ওয়েবসাইট URL এ (?m=1) লেখা তাহলে এটাকে এখনই রিমোভ করতে পারবেন। আমি আপনাদেরকে এই সমস্যাটি রিমোভ করার HTML কোড এই পোস্টের নিচে দিয়ে দিবো, সেখান থেকে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু ব্যবহার করার কিছু নিয়ম আপনাদেরকে অবশ্যই জানতে হবে।
(How do I grow my Blogger website?)
তাহলে এটা রিমোভ করার HTML কোড কিভাবে ব্যবহার করতে পারি?
প্রথমে গুগল ড্রাইভ লিংকটি কপি করে গুগলে সার্চ করুন তারপর HTML কোড ডাউনলোড করুন। তারপর ফাইলটি ওপেন করুন। তারপর ফাইল থেকে সম্পূর্ণ HTML কোড কপি করুন। কপি করা হয়ে গেলে আপনার ব্লগারের থিম অপশনে গিয়ে এডিট HTML এ ক্লিক করবেন।
একদম তারপর একদম নিচে চলে যাবেন সেখানে গিয়ে দেখবেন কোথায় </body> লেখা আছে অথবা কীবোর্ড থেকে Ctrl + F চেপে সার্চ অপশন পাবেন সেখানে </body> বডি কোড লিখে সার্চ করুন। তারপর একটা স্পেস দিয়ে </body> এটাকে নিচে নামিয়ে </body> এর উপরে, আগে যে HTML কোড ডাউনলোড করে কপি করেছিলেন সেটা পেস্ট করে দিয়ে সেইভ করে দিবেন।
এবার আপনি আপনার ওয়েবসাইট ভিসিট করুন আর দেখুন ?m=1 প্রব্লেমটা Fix হয়েছে কি না। যদি না হয় তবে ২৪ ঘন্টার মধ্যে আপনার ওয়েবসাইট থেকে এই ?m=1 সমস্যাটি সমাধান হয়ে যাবে।
এবার এই কোডের খারাপ দিক ও ভালো দিক এবং সতর্কতা ও গুরুত্বপূর্ণ কথা :
আপনি যদি আগে থেকেই ওয়েবসাইটে অনেকগুলো পোস্ট করে থাকেন, আর সেগুলো যদি গুগলে ইনডেক্স হয়ে থাকে তাহলে আপনি এই কোড ব্যবহার করা থেকে বিরত থাকুন।
কারণ হলো এর আগে আপনার সবগুলো ব্লগ পোস্টের url অলরেডি ?m=1 চিহ্নটির সাথেই গুগলে ইনডেক্স হয়ে গেছে, এর ফলে আপনি ?m=1 এটা রিমোভ করলে আপনার ওয়েবসাইটে ইনডেক্স করা পোস্টগুলো Ranking হারাতে পারে। এছাড়া এই কোডের কোনো খারাপ দিক নাই।
তাহলে এই HTML কোড ব্যবহার করা যাবে কোন ব্লগ ওয়েবসাইটে?
একদম নতুন যারা ব্লগ ওয়েবসাইট চালু করবেন ঠিক তারাই পোস্ট করার আগে এবং থিম কাশমাইজেশন এর পরে আপনারা এই HTML কোড ব্যবহার করলে ভালো হবে এতে আপনার নতুন পোস্টার এবং ওয়েবসাইটের Ranking বেড়ে যাবার সম্ভাবনা বেশি।
👇নিচে ডাউনলোড লিংকটি কপি করে গুগলে সার্চ করুন:
https://drive.google.com/file/d/1BM3-awXpbNc0NMOOqMsIbtoV7YiSZLD8/view?usp=sharing
ব্লগার HTML টিপস নাম্বার ৩.
(Blogger top 3 tips 2022)
কিভাবে Remove করবেন "Powered By Blogger" Attribution শুধুমাত্র একটি HTML কোডের মাধ্যমে।
এবার ব্লগারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, আমরা যখন নতুন ব্লগার ওয়েবসাইট খুলি তখন ওয়েবসাইটের হোম পেইজে একটি লেখা থাকে "Powered By Blogger"
তো এটাকে কিভাবে রিমোভ করতে হয়?
আমার মতো অনেকেই "Powered By Blogger" লেখাটি রিমোভ করতে পারেনা, মূলত "Powered By Blogger" এই লেখাটি কয়েকটি ভাবেই রিমোভ করা যায় কিন্তু আজ আমি শুধু HTML কোডের ব্যবহার এর কথা বলবো।
আপনি যদি অন্যসব পন্থা অবলম্বন করেও "Powered By Blogger" এই লেখাটি রিমোভ করতে না পেরে থাকেন তাহলে এই পোস্ট আপনার কাছে ১০০% কার্যকরী হবে।
মূলত আমি যে HTML কোড আপনাকে দিবো সেটা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে আপনি দুইটি কোড দেখতে পাবেন, আর সেখানে কিভাবে লিখতে কাজ করতে হবে কোথায় কোড বসাতে হবে তার সবকিছু ইংরেজিতে লেখা আছে।
এবার আমি আপনাদেরকে শিখিয়ে দিবো কিভাবে "Powered By Blogger" রিমোভ করবেন।
HTML কোড ডাউনলোড করে আপনি থিম অপশনে ক্লিক করবেন তারপর এডিট HTML অপশনে ক্লিক করে আগের মতোই সার্চ অপশনে গিয়ে <head> এবং </head> এই দুটি হেডাররের মাজখানে কোডটি বসিয়ে দিবেন, যদি না বুঝেন তাহলে </head> লিখে সার্চ করবেন।
তারপর কোড পার্ট ১. কপি পেস্ট করে করে সেইভ করে দিবেন, এবার আপনার ওয়েবসাইটে এসে দেখবেন "Powered By Blogger" লেখাটি আর আছে কি না, আশাকরি চলে যাবে কারণ আমারটাও চলে গেছে।
কোড পার্ট ২.
যদি "Powered By Blogger" লেখাটি চলে না যায় তাহলে আবার আপনি এডিট HTML কোড অপশনে গিয়ে ডাউনলোড করা ফাইল থেকে।
কোড পার্ট ২. থেকে ]]></b:skin> এই লেখাটি কপি করে সার্চ অপশনে সার্চ করুন।
তারপর আপনি ফাইল থেকে পার্ট ২ HTML কপি করে ]]></b:skin> এই কোডের ঠিক উপরের দিকে পেস্ট করে দিয়ে সেইভ করুন। তারপর আপনার ব্লগার ওয়েবসাইট ভিসিট করুন এবং দেখুন ব্লগার লেখাটি আছে কি না। আশাকরি "Powered By Blogger" লেখাটি রিমোভ হয়ে যাবে।
মূলত পার্ট ১. এর HTML কোডটি আপনারদের কাজে আসবে, পার্ট ২ এর HTML কোড প্রয়োজন হবে না।
বন্ধুরা এই ব্লগটি লিখতে আমার অনেকদিন সময় লেগেছে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনার মতামত আমাদের ওয়েবসাইটের কমেন্ট বক্সে লিখতে পারেন।
Code to Remove the Attribution in Blogger, Remove Powered BY Blogger Message in Blogspot available in Easy Blogging Tricks
গুগল ড্রাইভ ডাউনলোড লিংক 👇
https://drive.google.com/file/d/1fjkcLLorXlC-rdUVk7TY9psTRzsRd6HQ/view?usp=sharing
আশাকরি বন্ধুরা এই ব্লগার টিপস আপনাদের অনেক উপকারে আসবে Thank Tyou.
ব্লগার বিষয় নিয়ে আরো পড়ুন >