দেস্তান ১৮ বাংলা সাবটাইটেল | Destan 18 Bangla Urdu English Subtitles
দেস্তান ১৮ এপিসোড বাংলা উর্দু ও ইংলিশ সাবটাইটেল দেখতে একদম নিচের দিকে যেতে থাকুন সেখানে গিয়ে ভিডিওতে ক্লিক করুন। To watch Destan 16 episode Bangla Urdu and English subtitles, keep going to the bottom and go there and click on the video.
আমরা সবাই দেস্তান ১৭ নম্বর এপিসোডে দেখেছি রানী চুলপান ও বালামিরকে হত্যা করেছেন গুক রাজ্যের রাজা আলপাগু খান। কিন্তু অক্ষম বাতুগা অনেক চেষ্টা করেছিলেন তুর্কিদের এক কাতারে আনতে। কিন্তু তা আর হয় নি।
হ্যা দর্শক দেস্তান ১৮ নম্বর ট্রেইলার দেখে আমার যা মনে হচ্ছে রানী চুলপান ও বালামীর মারা গেছেন। এখন থেকে বাতুগা আর গুক তেগীন নয়, তিনি নিজেকে পাহাড়ের খান হিসাবে ঘোষণা দিয়েছেন।
অর্থাৎ রানী চুলপান ও বালামির মারা গেছেন বিধায় বাতুগা তুর্কিদেরকে এক ঐক্যবদ্ধ রাখার চেষ্টা অব্যাহত রাখবেন।
আর গুঁকের রাজা আলপাগু খানের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন বাতুগা, তার উদ্দেশ্য হলো আলপাগু খানকে পদত্যাগ করানো। কিন্তু সে কোনো মতেই পদত্যাগ করতে রাজি নয়।
কিন্তু এই দফায় মনে হচ্ছে আলপাগু খান তার স্ত্রী টেলসিমের আসল হত্যাকারীকে ধরতে পারবে না। আমার মনে হয় বাতুগা নিজেই তার মায়ের হত্যাকারীকে খুঁজে বের করবেন তবে দর্শকরা আরো কিছু পর্বে সেটা দেখতে পাবে ।
অন্যদিকে আক্কিজ তার মাকে উদ্ধার করেছে এবং তার মায়ের সাথে দেখা করেছে পর্বটি চলে আসলে আমরা আরো অনেক কিছুই জানতে পারবো তাই আমাদের অপেক্ষা করতে হবে, দর্শক আপনাদের কি মনে হয় দেস্তান ১৮ পর্বে কি হতে পারে ?
- আলপাগু খান কি ক্ষমতাচ্যুত হবেন ?
- বাতুগা কি তার মায়ের ও তার খালা চুলপানের হত্যার প্রতিশোধ নিতে পারবে?
- বাতুগা কি তার বাবা আলপাগু খানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন?
- দর্শক দেস্তান ১৮ পর্বে আর কি কি হতে পারে বলে আপনাদের ধারণা?
তো আর দেরি না করে এখনই সম্পূর্ণ পর্বটি দেখে আসুন নিচের ভিডিওতে ক্লিক করলে ভিডিও ওপেন হয়ে যাবে।
So don't delay and watch the whole episode now. If you click on the video below, the video will open.