is technological crime deviant or criminal
জীবনের নানা প্রয়োজনে গুগল সমাধান দিয়ে দেয়, এক নিমিষে এক ক্লিকে সাথে সাথে হাজির লক্ষ লক্ষ তথ্য সার্চ ইঞ্জিন হিসেবে গুগল এর নির্ভরযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না,
কিন্তু সাধারণ মানুষ এই গুগল সার্চের মধ্যে ভুয়া ওয়েবসাইট খুলে ফাঁদ পেতে বসে আছে প্রতারকরা। ফলে কেউ কেউ পড়ছেন চরম বিপদে গুগলে দেওয়া সব তথ্য সঠিক ও নির্ভুল এমনটা ভাবার কারনও নেই, এমনকি কিছু কিছু তথ্য ক্ষতির কারণও হতে পারে।
(Google Search Safety)
অনলাইনে জিনিস কেনা যতটাই সহজ আবার উল্টোটাই হয়েছে, অনেক সময় ধরুন অনলাইনে কোন জিনিস কিনে রিটার্ন করলে রিটার্ন পাবেন, কিন্তু দুইদিন পরও টাকা ফেরত পাননি এমন সময়ে ভুল করেও গুগল থেকে সেই সংস্থার কাস্টমার কেয়ার নাম্বার খুঁজতে যাবেন না।
(Bangladesh Tech News)
কারণ এখানে রয়েছে গ্যারাকল অনলাইন বিপণন সংস্থার আদলে নকল ওয়েবসাইট খুলে রাখে প্রতারকরা, সেখানে দেওয়া থাকে ভুয়া নাম্বার সেই নাম্বারে ফোন করলে পড়তে হবে প্রতারক দের ফাঁদে।
(Public awareness of cyber crime)
হরহামেশাই এই ঘটনাই ঘটছে এ ছাড়া কোন কোন ব্যাংকের ওয়েবসাইটে ঢোকার আগে সাবধান বিশেষ করে গুগোল সার্চ করে ডুবলিকেট ভুয়া ওয়েবসাইট থেকে সমস্ত সব কিছু খোয়াতে পারেন আপনিও, ব্যাংকিং এর ক্ষেত্রে সরাসরি ওয়েব অ্যাড্রেস টাইপ করে ফেলুন অথবা ব্যাংকের তৈরি অ্যাপ ব্যবহার করুন।
(Public awareness on internet usage)
এছাড়াও অনলাইনের লেনদেনে সতর্ক থাকুন অনেকেই আছেন যারা বিভিন্ন অ্যাপস সফটওয়্যার সরাসরি গুগল থেকে সার্চ করেন আবার এমন কিছু অ্যাপস গুগল প্লেস্টরে থাকেনা। কিন্তু জানেন কি ফাইল ডাউনলোড এর ক্ষেত্রে সব সময় ঝুঁকি থেকে যায়।
(Tech News Bangla) (Tech News English World)
অজানা সাইট থেকে অ্যাপ আকারের ডাউনলোড হতে পারে ম্যেলয়েড, ইনস্টল করার সঙ্গে সঙ্গে প্রাইভেসি শেষ এমনকি স্মার্টফোনেও সমস্যা হতে পারে, গুগলে সার্চ করে ডাক্তারি না করাই ভালো।
(public awareness on internet safety)
সামান্য শরীর খারাপে পথ্য প্রাথমিক চিকিৎসার দেখলেও শরিরে বড়োসড়ো সমস্যার ক্ষেত্রে গুগল সার্চ করে কিম্বা কোন ওয়েবসাইট দেখে ডাক্তারি করা একদম ঠিক কাজ নয়।
(internet safety awareness)
এতে ক্ষতি হতে পারে গুগলে শেয়ারবাজার সার্চ করলে হাজার ওয়েবসাইটের পরামর্শ পাবেন, কিন্তু নির্দিষ্ট কিছু ওয়েবসাইট ছাড়া শেয়ার বাজার সংক্রান্ত বুদ্ধি না নেওয়াটা শ্রেয় এবং একই সঙ্গে বিভিন্ন ভুয়া সংস্থা ট্রেডিং এর নাম করে ফাঁদ পেতে থাকে তাই এই বিষয়ে গুগল সার্চ এর ওপর বেশি নির্ভর না হওয়াটাই শ্রেয়।