What are the skills required before starting freelancing? Freelancing full course in bangla
একজন নতুন ব্যক্তি ফ্রিলেন্সিং জগতে আসার আগে তার প্রাথমিক ভাবে কি কি স্কিল থাকা দরকার ?
![]() |
Image Ownership: Prpyt.com bought the image from the website Shutterstock |
অনেকেই নতুন ফ্রিল্যান্সিং শিখতে চান এবং তারা বলেন আমিতো ফ্রেলেন্সিং শুরু করতে চাই কিন্তু কিভাবে শুরু করবো কোথা হতে শুরু করবো, আমারতো কোনো আইডিয়াই নেই, আমিতো কিছুই জানিনা ইত্যাদি অনেক প্রশ্ন করে থাকেন।
- ফ্রিল্যান্সিং শুরুর আগে কোন স্কিল লাগবে ?
- ফ্রিল্যান্সিং করতে কম্পিটার লাগবে কি না?
অবশ্যই কম্পিউটার লাগবে।
(Best freelancing skills for beginners)
- মোবাইল ফোনে ফ্রিল্যান্সিং করা যাবে কি না ?
না যদিও অনেকেই বলে মোবাইলে ফ্রিল্যান্সিং করা যাবে আমি বলবো কখনোই না। ফ্রিল্যান্সিং কাজটি কোনো পুতুল খেলা নয় এটা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাই প্রফেশনাল ভাবেই এই ফ্রিল্যান্সিং জগতে নামতে হবে। আপনি যত ভালো ভাবে একটি দোকান সাজিয়ে বসবেন আপনার কাস্টমার তত বেশি দোকানে আসবে আর এটা যদি হয় ইন্টারনেটে।
তাহলে চলুন উত্তর গুলো জেনে নেয়া যাক:
প্রাথমিক ধারণা সম্পর্কে : প্রথমেই আপনার যে বিষয়টি সম্পর্কে জানতে হবে তা হলো একদম নতুনদের জন্য আপনার ব্যাসিক কম্পিউটার দক্ষতা, ইন্টারনেট ব্রাউসিং দক্ষতা।
বিভিন্ন প্রয়োজনীয় সফটওয়ার কম্পিউটারে ডাউনলোড করা এবং ইন্সটল করা সেগুলো সম্পর্কে সঠিক ব্যবহারের দক্ষতা। কম্পিউটার ওন অফ করতে পারলেই চলবে না, টাইপিং দক্ষতা, ফাইল সেইভ করা, ফাইল ওপেন করা, শেয়ার করা, ব্যাসিক কম্পিউটার টাস্ক,।
(Freelancing skills for beginners)
মনে রাখবেন মাইক্রোসফট ওয়ার্ড গুগল ড্রাইভ ইত্যাদি ব্যবহার সম্পর্কেও ধারণা থাকতে হবে কিন্তু এখানেই সীমাবদ্ধ থাকলে চলবে না, শুধু এই স্কিল গুলো ফ্রিল্যান্সিং জগতে আসার আগে জানা থাকতে হবে।
উপরুক্ত স্কিল গুলো না জানা থাকলে আপনাকে অনেক পিছিয়ে থাকতেই হবে, যদি আপনি কোনো আইটি সেন্টারে ভর্তি হন তারা আপনাকে এই গুলো আগে শিখতে বলবে কারণ বর্তমানে একজন নাবালক বাচ্চাও কম্পিউটারের এই কাজ গুলো করতে পারে।
ফ্রিল্যান্সিং কাজে ঢুকার আগে আপনার কিছু ডুকমেন্ট দরকার হবে যেমন জাতীয় পরিচয়পত্র অথবা ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট ইত্যাদি সরকারি ডুকুমেন্ট থাকা জরুরি। তবে এর মধ্যে যেকোনো একটি থাকলেই হবে।
যদি আপনার কাছে প্রপার ডকুমেন্ট থেকে থাকে তাহলেতো ভালোই তা না হলে আপনাকে প্রাপ্ত বয়স্ক হয়ে এই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আসতে হবে তত দিনে আপনি স্কিল দক্ষতা তৈরী করুন।
উপরুক্ত ডকুমেন্ট গুলো কেন প্রয়োজন হয় ?
আপনি কোনো একটি আইটি সেন্টারে কোর্স করতে গেলে দরকার হবে কারণ তারা আপনার নামে একটি ফ্রিল্যান্সিং একাউন্ট খুলে দিবে সেই ডকুমেন্ট অনুযায়ী এবং অনেক সময় বিভিন্ন প্লাটফর্মে আপনাকে ভেরিফাই করার জন্য এইগুলো লাগে। এবং সেই একই নামে ব্যাংক একাউন্ট এবং ডুয়েল কারেন্সি কার্ড ইত্যাদি ভেরিফিকেশন করার ক্ষেত্রে আপনার অরজিনাল সরকারি কার্ড গুলোর একটি লাগবে।
ফ্রিল্যান্সিং ব্যাসিক ধারণা সম্পর্কে শেষ কথা :
যদি আপনি সত্যিই ফ্রিল্যান্সিং শিখতে এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে আগ্রহী হন, যে বিষয় গুলো আপনি জানেন না সেই কাজ গুলো আপনি নিজেই শিখে ফেলুন। তাহলে এখনই উপরুক্ত প্রাথমিক কাজগুলো শিখে রাখুন।
তারচেয়ে বড় কথা হলো উপরুক্ত এই বিষয় গুলো পরেও শিখতে পারবেন তার আগে ভালো ভাবে স্কিল ডেভেলপ করেন অর্থাৎ কাজ শিখুন, তাই কোনো একটি ভালো আইটি ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যান। এক দুই বছর ফ্রিতে কাজ করুন এতে আপনার দক্ষতা বাড়বে।
What are the basic skills a new person needs to have before entering the freelancing world?
Many people want to learn new freelancing and they say I want to start freelancing but how to start, where to start, I have no idea, I do not know anything, etc. There are many questions.
- What skills do you need before starting freelancing?
- Do you need a computer to do freelancing?
Of course, you need a computer.
Is it possible to do freelancing on a mobile phone?
No, although many people say that freelancing can be done on mobile, I would say never. Freelancing is not a puppet show, God will provide for you. So you have to enter this freelancing world in a professional way. The better you set up a store, the more your customers will come to the store and if it is on the internet.
So let's find out the answers:
About the basic idea: The first thing you need to know about your basic computer skills, is Internet browsing skills for beginners.
Proper use of various necessary software to download and install them on the computer. You just have to be more discriminating with the help you render toward other people. Typing skills, file saving, file opening, sharing, basic computer tasks
Remember to have an idea about using Microsoft Word, Google Drive, etc., but not limited to this, just know these skills before entering the freelancing world.
If you do not know the above skills, you must be far behind, if you are admitted to an IT centre, they will ask you to learn these first because now even a minor child can do these computer tasks.
Before entering the freelancing job, you will need some documents such as a national identity card or driving license and passport. But if there is any one of them.
If you have a proper document then it is not good. If you are an adult then you have to come to this freelancing marketplace.
Why are the above documents required?
You will need to take a course at one of the IT centres as they will open a Freelancing account in your name according to the document and often it takes them to verify you on different platforms. And in case of verification of bank account and dual currency card with the same name, you will need one of the original government cards.
One last word about the basic concept of Freelancing:
If you are really interested in learning to Freelance and working in the freelancing marketplace, learn the things you don't know. Then learn the above basic tasks now.
What's more, you can learn the above things later, before you develop the skills in a good way, that is, learn the job, so get admitted to a good IT training centre. Working for free for one or two years will increase your skills
ভাই আপনার আটিকেল টা পরে অনেক ভালো লাগলো
ReplyDeleteঅনলাইন ইনকাম সাইট ২০২২ ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে 60 থেকে 70 হাজার
ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনাকে যে সমস্ত বিষয়বস্তু জানতে হবে
যদি আপনি না জেনে কোন মার্কেটপ্লেসে এপ্লাই করে থাকেন
তাহলে আপনি অযথা সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয় তাই পুরো
আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন আরো পড়ুন