Barbarossa In Bangla Subtitles
বাংলা সাবটাইটেল টার্কিস সিরিজ বারবারোসলার ২৪ রিভিও | Turkish Series Review
বাংলা সাবটাইটেল টার্কিস সিরিজ বারবারোসলার ২৪ রিভিও
বারবারোসলার ২৪ বাংলা সাবটাইটেল দেখতে আরো নিচে যান |
বারবারোসলার তুর্কি ড্রামা সিরিজ এখন জনপ্রিয়তার তুঙ্গে, সিরিজটি এখন পর্যন্ত পুরো বৃথিবী থেকে ভিবিন্ন ভাষায় সাবটাইটেল করে বিভিন্ন সংবাদ মাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে , কারণ যত দিন যাচ্ছে ততই তুর্কি টিভি সিরিজের জনপ্রিয়তা ইউরুপ, আমেরিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
আমার মনে হয়, সারা বিশ্বে দিরিলিস এয়ারতুগরুল সিরিজের মাধ্যমে তুর্কি টিভি সিরিজ এতো বেশি পরিচিত হয়েছে। এই সিরিজটি আমার দেখা একটি সেরা তুর্কি ঐতিহাসিক ড্রামা সিরিজ। আসলে কি বলবো তুর্কিরা এতো ভালো টিভি সিরিজ বর্তমান বিশ্বে প্রচার করছে যা তাদের অর্থনীতিও লাভমান হচ্ছে।
আপনারা বারবারোসলার সিরিজটি সম্পূর্ণ এখন দেখতে পারবেন এবং নেটফ্লিক্স ও TRT১ তুর্কি টিভি চ্যানেলেও দেখতে পারবেন। তবে এখানে শুধু বাংলা সাবটাইটেল ও ইংরেজি সাবটাইটেল দেখতে পাবেন।
এক সময় তুর্কি টিভি সিরিজ কি আমি জানতাম না কিন্তু বিগত বছরগুলোতে তুর্কি টিভি সিরিজ দেখে আসছি , আমার কাছে অনেক ভালো লাগে। আমি মূলত ঐতিহাসিক ড্রামা সিরিজ পছন্দ করি। তাই সেরা দেশের সেরা ইতিহাস ও তুর্কি ঐতিহাসিক টিভি সিরিজ বেঁচে নিয়েছি।
সেই দিরিলিস এয়ারতুগরুল টিভি সিরিজ থেকে আমি এখনো তুর্কি সিরিজের পিছনে পরে আছি, তুর্কি ঐতিহাসিক ড্রামা ছাড়া এখন আমার অন্য কোনো দেশের মুভি টিভি সিরিজ দেখতে ইচ্ছে করে না।
কিন্তু এই সিরিজ গুলোর একটি খারাপ দিক রয়েছে তা হলো আমি যখন প্রথম দিরিলিস এয়ারতুগরুল সিরিজ দেখা শুরু করি তখন একটা ২ঘন্টার সিরিজ পর্ব দেখার পর ভাবতাম। পরের পর্ব মনে হয় আর ভালো লাগবে না। কিন্তু হয়েছে তার উল্টোটা আমি দীর্গ ৯মাসে এই টিভি সিরিজটি শেষ করেছি। এবং কত রাত আর কত দিন যে না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি তার কোনো হিসাব নাই।
সেইম একই তুর্কি যত সিরিজ দেখবেন আপনার ঘুম কেড়ে নিবে, তাই আপনার হাতে যদি অবসর সময় থাকে এবং নিজেকে একা মনে হয় তাহলে তুর্কি যেকোনো একটি সিরিজ দেখা শুরু করে দেন। তবে আমি প্রথমে সাজেস্ট করবো আপনি জীবনের প্রথম হলে দিরিলিস এয়ারতুগরুল সিরিজটি দিয়ে শুরু করতে পারেন।
- সুলতান সুলেমান,
- পায়িথাত আব্দুল হামিদ
- অল্প আর্সলান.
- মেন্দিরমান জালোলিদ্দিন,
- ইয়া ইস্তিকলাল ইয়া উলুম,
- মাভেরা,
- সোজ,
- জিবন উৎসর্গ,
- ফাতেহ সুলতান মেহমেদ খান,
- Dirilis Eartugrul,
- Kurulus Usman,
- দেস্তান,