ad

বারবারোসলার ২৩ বাংলা সাবটাইটেল | Barbarosalar 23 Bangla Subtitle | Turkish Series Review

Barbarossa In Bangla-Urdu-English Subtitles
বাংলা সাবটাইটেল টার্কিস সিরিজ বারবারোসলার ২৩ রিভিও | Turkish Series Review

বাংলা সাবটাইটেল টার্কিস সিরিজ বারবারোসলার ২১ রিভিও,

বারবারোসলার ২৩ বাংলা সাবটাইটেল  Bangla Subtitle Barbarosalar 23  Turkish Series Review
বারবারোসলার ২৩ বাংলা সাবটাইটেল দেখতে আরো নিচে যান

(Barbarosalar 23 Bangla and English and Urdu Subtitle | Turkish Series Review)

হ্যালো বন্ধুরা বারবারোসলার সিরিজটি আমরা দেখে আসছি, সিরিজটি এখন পর্যন্ত ২৩ নম্বর পর্ব রিলিজ হয়েছে এবং পরবর্তী পর্ব খুব শিগ্রই আসছে। 


আজ কথা বলবো এই সিরিজটির কিছু বিষয় নিয়ে এবং কথা বলতে বলতে বারবারোসলার ২৩ নম্বর সিরিজটি সম্পর্কে রিভিওটি করাও হয়ে যাবে। 


আপনারা বারবারোসলার সিরিজটি সম্পূর্ণ এখন থেকেই দেখতে পারেন। 

তবে এই সার্ভার  আমাদের নয়, ভিডিওটি অন্য সার্ভার থেকে নেওয়া হয়ে থাকে।

আমরা শুধু সিরিজটি রিভিও করা ও মতামত এবং কথা বলার জন্য ভিডিওটি অন্য সার্ভার থেকে এখানে বসিয়ে দিয়েছি। 


আমরা এই সিরিজটির বাংলা সাবটাইটেল ও ভিডিওটির কোনো অংশীদার না। তাই আমার বা আমাদের এতে কোনো প্রকার দায়বদ্ধতা থাকবেনা। 


যদি আমরা কোনো ভুল করে থাকি তাহলে আমাদেরকে জানাতে পারেন আমাদের ইমেইল projuktirpothe@gmail.com, এছাড়াও আমাদের কন্টাক্ট ও এবাউট সেকশন থেকে যোগাযোগ করতে পারবেন। 

Hello friends, we are watching the Barbarossa series, the 21st episode of the series has been released so far and the next episode is coming very soon.


Today I will talk about some of the topics in this series and talk about the review of Barbarossa's 21 series.


You can watch the entire Barbarossa series right now.

However, this server is not ours, the video is taken from another server.

We just put the video here from another server to review the series and have feedback and talk.


We are not a partner in the Bangla subtitles and videos of this series. So I or we will not have any responsibility in it.


If we have made a mistake you can let us know by emailing us at projuktirpothe@gmail.com, you can also contact us from the Contact and About section.


এই সিরিজের জনপ্রিয়তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে Dirilis Eartugrul সিরিজের প্রধান চরিত্র জিনি Eartugrul গাজীর চ্চরিত্রে অভিনয় করেছেন তিনি এই সিরিজে আছেন। এই বারবারোসলার দর্শকদের মনে এই একটি ভালো লাগা খুব ভালোই কাজ করছে।

তবে ইতিহাস ভিত্তিক সিরিজ এবং মুভি গুলো  যারা পছন্দ করেন তাদের জন্য আরো ভালো লাগা কাজ করছে। 
কিন্তু বারবারোসলার এই সিরিজে হাজির রেইস এবং অরুচ রেইস হচ্ছেন প্রধান চরিত্র। এই মহান বীরদের ইতিহাস থেকেই শুরু হয়েছে এক মহা যুদ্ধের কাহিনী। 

আমি ও আমরা অনেকেই মনে করি Dirilis Eartugrul সিরিজের মতোই বারবারোসলার এই তুর্কি সিরিজটিও শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মাতিয়ে রাখবে। 
আর আমি মূলত ইতিহাস অর্থাৎ ঐতিহাসিক বিষয় ভিত্তিক মুভি টিভি সিরিজ গুলো বেশি ভালোবাসি বিশেষ করে টার্কিশ সিরিজ। 

টার্কিশ সিরিজের মধ্যে অনেক গুলো সিরিজ রয়েছে যা এখনো আমার দেখা হয়নি।

নিচে কিছু জনপ্রিয় সিরিজের নাম উল্লেখ করলাম। 
যেমন: 
  • সুলতান সুলেমান,
  • পায়িথাত আব্দুল হামিদ
  • অল্প আর্সলান.
  • মেন্দিরমান জালোলিদ্দিন, 
  • ইয়া ইস্তিকলাল ইয়া উলুম, 
  • মাভেরা, 
  • সোজ, 
  • জিবন উৎসর্গ, 
  • ফাতেহ সুলতান মেহমেদ খান, 

বং আমি যেসব সিরিজ দেখছি তা উল্লেখ করা হলো নিচে :
যেমন : 
  • Dirilis Eartugrul,
  • Kurulus Usman, 
  • দেস্তান, 
Barbaroslar, এবং কয়েক পর্ব ইয়ানিস বুয়ুক সেলজুক (আল্প আরসালান),

The popularity of the series has spread around the world, especially in the Dirilis Eartugrul series starring Ginny Eartugrul Gazi in the lead role. This Barbarossa viewer thinks this one is working very well.

But for those who like history-based series and movies, things are getting better.
But the main characters in this series of Barbarossa are Reis and Aruch Reis. The story of a great war has started from the history of these great heroes.

Many of us, like the Dirilis Eartugrul series, think that this Turkish series of Barbarossa will captivate the audience from beginning to end.
And I mainly love movie TV series based on history, especially Turkish series.

There is a lot of Turkish series that I haven't seen yet.

Below I mentioned the names of some popular series.
For example: 
  • Sultan Suleiman, 
  • Payithat Abdul Hamid. 
  • A little Arslan, 
  • Mendirman jaloliddina, 
  • Ya istiklal ya ulum, 
  • Mavera,
  • Soz, 
  • Sacrifice of life,
  • Fateh Sultan Mehmed Khan,

And the series I'm watching are mentioned below:
For example 
  • Dirilis Eartugrul, 
  • Kurulus Usman, 
  • Destan, 
  • Barbaroslar,
  • and a few episodes Yannis Bujuk Seljuk (Alp Arsalan),

BARBAROSLAR SERIES BANGLA ONUBAD REVIEW
এই সিরিজটি যারা বাংলা অনুবাদ করেছেন এবং যারা ভিডিও ইডিটিং করেছেন তাদের সবার নাম ও কন্টাক্ট ভিডিওতে রয়েছে। আমাদেরকে বাংলা ভাষায় দেখার সুজুগ করে দেবার জন্য অনুবাদ মিডিয়াকে PRPYT.COM ওয়েবসাইটের পক্ষ থেকে তাদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 

তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই ঐতিহাসিক সিরিজ গুলো আমরা বাংলা ভাষায় এই ভাষায় দেখতে পারছি। 
হয় দর্শক আপনারা চাইলে তাদেরকে ভিডিওতে দেয়া নাম্বারে ডোনেট করে উৎসাহিত করতে ভুলবেন না। আমিও তাদের এই অক্লান্ত পরিশ্রমের সাথে মাঝে মাঝে শরিক হয়ে ডুনেট করি। 
আবারো ধন্যবাদ।  

বারবারোসলার ২১ বাংলা সাবটাইটেল | Bangla Subtitle Barbarossalar 21 Turkish Series Review


The names and contacts of all those who have translated this series into Bengali and those who have done video editing are in the video. On behalf of the PRPYT.COM website, I would like to thank and appreciate them for giving us the opportunity to watch in Bengali.

Due to their tireless work, we are able to watch historical series in Bengali in this language.
If you want, don't forget to encourage the viewers by donating to the number given in the video. I also donate to their tireless work from time to time.
Thanks again

                          Barbaroslar23 Bangla Subtitle 

                 (Barbaroslar Bolum 23 Bangla and English subtitles)

Barbaroslar23 English Subtitle

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.