(Best Samsung Phone Review 2022 Bangladesh and USA)
হ্যালো বন্ধুরা আজ আমরা আলোচনা করবো Samsung Galaxy S22, Galaxy S22 Ultra 5G, Galaxy S22 plus এই ফোন গুলো নিয়ে।
আপনাদের যদি আপনাদের এই ফোন সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আমাদেরকে লিখুন।
তাহলে চলুন Samsung Galaxy S22, Samsung Galaxy S22 Ultra 5G, Samsung Galaxy S22 plus এই ফোন গুলো সম্পর্কে কিছু তথ্য জেনে নেয়া যাক। (আইফোন কে টেক্কা দিবে গ্যালাক্সি S22)
অ্যাপল এর আইফোন কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে এবার কোমর বেঁধে নামছে টেক জায়ান্ট স্যামসাং, নিজেদের ফ্লাগশিপ স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি S 22। (Samsung galaxy s22 series quiz)
এর সর্বশেষ ভার্সন S 22 সিরিজের তিনটি আলাদা মডেল বাজারে আনছে। (Samsung galaxy s22 ultra price USA)
তারা শক্তিশালী ক্যামেরা আর দ্রুতগতির প্রসেস সমৃদ্ধ ডিভাইসগুলো প্রতিযোগিতা করবে অ্যাপল এর সর্বশেষ ভার্সন আইফোন 13 এর সঙ্গে , চলতি মাসের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি S 22 S 22 আল্ট্রা ও S 22 প্লাস কে বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং।
আগামী 25 ফেব্রুয়ারি থেকে বাজারে পাওয়া যাবে এই স্মার্টফোনগুলো, এই ফোনগুলো যুক্তরাষ্ট্রেরেৱ বাজারে গ্যালাক্সি এস 22 পাওয়া যাবে 800 ডলারে আর s22 প্লাস পাওয়া যাবে এক হাজার ডলারে।
এছাড়া বারোশো ডলারে পাওয়া যাবে s22 আলট্রা, অপরদিকে ভাঁজ করা যায় এমন স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্টেডেবল কে এ বছরের বাজারে আনতে যাচ্ছে স্যামসাং। (Samsung Galaxy S21 Ultra 5G )
ছবি ও ভিডিও কোয়ালিটি এর ব্যাপারে খুঁত খুঁতে ধরনের ক্রেতাদের সন্তুষ্ট করতে মূলত s22 সিরিজের ফিচার সাজিয়েছে স্যামসাং, স্বল্প আলো আর রাতের বেলা তোলা ছবি ও ভিডিও গুলো আরো আকর্ষণীয় পরিষ্কার হয়ে ধরা দেবে এৱ শক্তিশালী ক্যামেরায়। (Samsung galaxy s22 series price in India)
ক্যামেরা পাশাপাশি নিজের প্রেমে একসঙ্গে তর্জন কে ট্র্যাক করতে পারবে এটি মহামারীর মধ্যে বিক্রির দিক থেকে প্রতিদ্বন্দ্বী অ্যাপল এর থেকে অনেকটা পিছিয়ে পড়েছে স্যামসাং মন্দা দেখা দেয় তাদের স্মার্টফোনে। (Samsung Galaxy S8-Mobile phone)
অপরদিকে একই সময়ে ফুলে-ফেঁপে ওঠে অ্যাপল তবে S 22 সিরিজ ও গ্যালাক্সি Z স্মার্ট ফোন গুলোর মাধ্যমে ফের নিজের অবস্থান ফিরবে ফিরে পাওয়ার আশা করছে স্যামসাং। (Samsung Galaxy Z Series Mobiles Online)
(Samsung galaxy z flip price)
তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম আপনাদের যদি কোনো মতামত থাকে তা আমাদেরকে জানাতে ভুলবেন না ধন্যবাদ।