ad

বারবারোসলার ২১ বাংলা সাবটাইটেল | Bangla Subtitle Barbarosalar 21 | Turkish Series Review

বাংলা সাবটাইটেল টার্কিস সিরিজ বারবারোসলার ২১ রিভিও | Turkish Series Review

বাংলা সাবটাইটেল টার্কিস সিরিজ বারবারোসলার ২১ রিভিও, 

Bangla Subtitle Barbarossalar 21 Prpyt.com
বারবারোসলার ২১ বাংলা সাবটাইটেল দেখতে আরো নিচে যান  


হ্যালো বন্ধুরা বারবারোসলার সিরিজটি আমরা দেখে আসছি, সিরিজটি এখন পর্যন্ত ২১ নম্বর পর্ব রিলিজ হয়েছে এবং পরবর্তী পর্ব খুব শিগ্রই আসছে। 


আজ কথা বলবো এই সিরিজটির কিছু বিষয় নিয়ে এবং কথা বলতে বলতে বারবারোসলার ২১ নম্বর সিরিজটি সম্পর্কে রিভিওটি করাও হয়ে যাবে। 


আপনারা বারবারোসলার সিরিজটি সম্পূর্ণ এখন থেকেই দেখতে পারেন। 

তবে এই সার্ভার  আমাদের নয়, ভিডিওটি অন্য সার্ভার থেকে নেওয়া হয়ে থাকে।

আমরা শুধু সিরিজটি রিভিও করা ও মতামত এবং কথা বলার জন্য ভিডিওটি অন্য সার্ভার থেকে এখানে বসিয়ে দিয়েছি। 


আমরা এই সিরিজটির বাংলা সাবটাইটেল ও ভিডিওটির কোনো অংশীদার না। তাই আমার বা আমাদের এতে কোনো প্রকার দায়বদ্ধতা থাকবেনা। 


যদি আমরা কোনো ভুল করে থাকি তাহলে আমাদেরকে জানাতে পারেন আমাদের ইমেইল projuktirpothe@gmail.com, এছাড়াও আমাদের কন্টাক্ট ও এবাউট সেকশন থেকে যোগাযোগ করতে পারবেন। 

Bangla Subtitle Turkish Series Barbarossalar-21 Review,

.


Barbaroslar Episode 21 Bangla Subtitles |  Barbaroslar 21 Bangla Subtitle

BARBAROSLAR REVIEW 21- ২১নম্বর পর্ব সম্পূর্ণ দেখতে ভিডিওতে টচ করুন। 

সিরিজটির রেটিং খুব ভালো রয়েছে IMDB 8.5/10 নিচের স্ক্রিনশটে দেখতে পাবেন।  👇
The rating of the series is very good. You can see IMDB in the screenshot below.
বারবারোসলার ২১ বাংলা সাবটাইটেল | Bangla Subtitle Barbarossalar 21 Turkish Series Review, Imdb Rating 8.5/10

এই সিরিজের জনপ্রিয়তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে Dirilis Eartugrul সিরিজের প্রধান চরিত্র জিনি Eartugrul গাজীর চ্চরিত্রে অভিনয় করেছেন তিনি এই সিরিজে আছেন। এই বারবারোসলার দর্শকদের মনে এই একটি ভালো লাগা খুব ভালোই কাজ করছে।

তবে ইতিহাস ভিত্তিক সিরিজ এবং মুভি গুলো  যারা পছন্দ করেন তাদের জন্য আরো ভালো লাগা কাজ করছে। 

কিন্তু বারবারোসলার এই সিরিজে হাজির রেইস এবং অরুচ রেইস হচ্ছেন প্রধান চরিত্র। এই মহান বীরদের ইতিহাস থেকেই শুরু হয়েছে এক মহা যুদ্ধের কাহিনী। 

আমি ও আমরা অনেকেই মনে করি Dirilis Eartugrul সিরিজের মতোই বারবারোসলার এই তুর্কি সিরিজটিও শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মাতিয়ে রাখবে। 

আর আমি মূলত ইতিহাস অর্থাৎ ঐতিহাসিক বিষয় ভিত্তিক মুভি টিভি সিরিজ গুলো বেশি ভালোবাসি বিশেষ করে টার্কিশ সিরিজ। 

টার্কিশ সিরিজের মধ্যে অনেক গুলো সিরিজ রয়েছে যা এখনো আমার দেখা হয়নি।

নিচে কিছু জনপ্রিয় সিরিজের নাম উল্লেখ করলাম। 
যেমন: 
  • সুলতান সুলেমান,
  • পায়িথাত আব্দুল হামিদ
  • অল্প আর্সলান.
  • মেন্দিরমান জালোলিদ্দিন, 
  • ইয়া ইস্তিকলাল ইয়া উলুম, 
  • মাভেরা, 
  • সোজ, 
  • জিবন উৎসর্গ, 
  • ফাতেহ সুলতান মেহমেদ খান, 

বং আমি যেসব সিরিজ দেখছি তা উল্লেখ করা হলো নিচে :
যেমন : 
  • Dirilis Eartugrul,
  • Kurulus Usman, 
  • দেস্তান, 
Barbaroslar, এবং কয়েক পর্ব ইয়ানিস বুয়ুক সেলজুক (আল্প আরসালান),



BARBAROSLAR SERIES BANGLA ONUBAD REVIEW

এই সিরিজটি যারা বাংলা অনুবাদ করেছেন এবং যারা ভিডিও ইডিটিং করেছেন তাদের সবার নাম ও কন্টাক্ট ভিডিওতে রয়েছে। আমাদেরকে বাংলা ভাষায় দেখার সুজুগ করে দেবার জন্য অনুবাদ মিডিয়াকে PRPYT.COM ওয়েবসাইটের পক্ষ থেকে তাদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 


তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই ঐতিহাসিক সিরিজ গুলো আমরা বাংলা ভাষায় এই ভাষায় দেখতে পারছি। 

হয় দর্শক আপনারা চাইলে তাদেরকে ভিডিওতে দেয়া নাম্বারে ডোনেট করে উৎসাহিত করতে ভুলবেন না। আমিও তাদের এই অক্লান্ত পরিশ্রমের সাথে মাঝে মাঝে শরিক হয়ে ডুনেট করি। 
আবারো ধন্যবাদ।  

বারবারোসলার ২১ বাংলা সাবটাইটেল | Bangla Subtitle Barbarossalar 21 Turkish Series Review



Below is the full episode in Turkish: Barbaroslar Akdeniz'in Kılıcı 21. Bölüm

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.